বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌ভূমি দফতরে দালালরাজ বন্ধ করতে হবে’‌, উদয়নের ফেসবুক পোস্টে তোলপাড়

‘‌ভূমি দফতরে দালালরাজ বন্ধ করতে হবে’‌, উদয়নের ফেসবুক পোস্টে তোলপাড়

তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ। ছবি সৌজন্য–এএনআই।

আর তাঁর ফেসবুক পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ এমন পোস্ট কেন?‌ তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক সভা থেকে বলতে শোনা গিয়েছিল, ভূমি ও ভূমি রাজস্ব দফতর হল ঘুঘুর বাসা। এই ঘুঘুর বাসা ভাঙবই। এবার একই সুর শোনা গেল দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ। আর তাঁর ফেসবুক পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ এমন পোস্ট কেন?‌ তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

ঠিক কী লিখেছেন বিধায়ক ফেসবুকে?‌ দিনহাটার বিধায়ক ভূমি দফতরকে কাঠগড়ায় তুলে লেখেন, ‘দালাল ছাড়া ভূমি ও ভূমি রাজস্ব দফতরে কাজ করাতে পারেন না সাধারণ মানুষ। একজনের জমি অন্যজনের হয়ে যাচ্ছে। ১২ নম্বর ওয়ার্ডের বিতর্কিত মুচির মাঠের জমিতে কেউ নামবেন না। প্রশাসনের কাছে আবেদন, অশান্তি সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করুন।’ কোচবিহার শহরের ১২ নম্বর ওয়ার্ডের মুচির মাঠ এলাকার একটি জমির মালিকানা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তার প্রেক্ষিতেই এই পোস্ট করেন উদয়ন।

ঠিক কী বলেছেন দিনহাটার বিধায়ক?‌ বৃহস্পতিবার বিএলআরও অফিসে গিয়ে ক্ষোভের কথা জানান উদয়ন গুহ। তিনি বলেন, ‘আমরা চাই না দিনহাটায় মাফিয়ারাজ আস্তানা গড়ুক। আজ বিএলআরও’‌র দৃষ্টি আকর্ষণ করেছি। দালালরাজ বন্ধ করতে হবে। টাকা দিতে হবে কেন? দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। আজ এই নিয়ে বিএলআরও অফিসে বলে এসেছি, যেন দালাল না ঢোকে। দরকারে আন্দোলনে নামব।’

এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহারের বিজেপি সভাপতি ও বিধায়ক সুকুমার রায় বলেন, ‘তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এটা নতুন ঘটনা নয়। বিএলআরও অফিসে ঘুঘুর বাসা। তৃণমূল কংগ্রেসের নেতাদের কথামতোই এসব হয়।’ এই ফেসবুক পোস্ট এখন ভাইরাল হয়ে পড়েছে। আর তা নিয়ে কোচবিহারে চর্চা তুঙ্গে উঠেছে।

বন্ধ করুন