বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পঞ্চায়েত অফিসের ভিতরে দলেরই বুথ সভাপতিকে মার তৃণমূলি প্রধানের

পঞ্চায়েত অফিসের ভিতরে দলেরই বুথ সভাপতিকে মার তৃণমূলি প্রধানের

প্রতীকী ছবি

পালটা ভগবানবাবুর দাবি, হামলা হয়েছে তাঁর ওপরেই। তিনি বলেন, আমার বিরুদ্ধে অনাস্থা এনেছে। তার পরও কেন আমি পদত্যাগ করছি সেই প্রশ্ন তুলে আমার ওপর হামলা চালানো হয়েছে। সিসিটিভির ছবি দেখতে সব স্পষ্ট হয়ে যাবে।

পঞ্চায়েতের ভিতরে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলেরই প্রধানের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের শিয়ালসাই ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের। আহত বুথ সভাপতি নবীন মৈশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ভগবান মাইতি।

নবীনবাবুর দাবি, সোমবার বিকেলে ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য পঞ্চায়েত দফতরে গিয়েছিলেন তিনি। তখন পঞ্চায়েত প্রধান ভগবান মাইতি আমার ওপর হামলা করেন। আমাকে বেধড়ক মারধর করেছেন উনি। আর্তনাদ শুনে পঞ্চায়েতের কর্মীরা এসে আমাকে উদ্ধার করেন।

পালটা ভগবানবাবুর দাবি, হামলা হয়েছে তাঁর ওপরেই। তিনি বলেন, আমার বিরুদ্ধে অনাস্থা এনেছে। তার পরও কেন আমি পদত্যাগ করছি সেই প্রশ্ন তুলে আমার ওপর হামলা চালানো হয়েছে। সিসিটিভির ছবি দেখতে সব স্পষ্ট হয়ে যাবে।

শিয়ালসাই ৩ নম্বর পঞ্চায়েতের তৃণমূলি প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন তৃণমূলের সদস্যরাই। এই নিয়ে চাপা উত্তেজনা ছিল এলাকায়। সেই ক্ষোভেই পঞ্চায়েত প্রধান হামলা চালিয়েছেন বলে দাবি অনেকের।

ঘটনায় বিজেপি জানিয়েছে, পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলে ক্ষমতা দখলের লড়াই চরমে পৌঁছেছে। তারই ফল দেখতে পাচ্ছে মানুষ। পালটা তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলীয় সমস্যা দলীয়ভাবে মেটানো হবে।

 

বন্ধ করুন