বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > থমকে গেল সওকত–আরাবুলের ভাঙড় যাত্রা, রাস্তায় বসে ‘‌অবস্থান’‌ দুই তৃণমূল নেতার

থমকে গেল সওকত–আরাবুলের ভাঙড় যাত্রা, রাস্তায় বসে ‘‌অবস্থান’‌ দুই তৃণমূল নেতার

রাস্তায় বসে অবস্থান–বিক্ষোভ করতে শুরু করেন আরাবুল–সওকত।

ভাঙড়ের কলেজ মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। নাকা চেকিং করার পাশাপাশি সেখানে ভাঙড় এবং কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত ছিল। সুতরাং ওই পথে কাউকে যেতে দেওয়া হচ্ছিল না। আর তাই সেখানে যেতে দেওয়া হয়নি সওকত–আরাবুলকে। তখন গাড়ির সামনে রাস্তায় প্রথমে বসে পড়েন সওকত। আর পাশেই বসে পড়েন আরাবুল ইসলাম। 

আইন সকলের জন্য সমান। সেটা শাসক হোক বা বিরোধীপক্ষ। আইনের ব্যবহারে তাই কোনও বৈষম্য থাকে না। এবার সেই ছবিই দেখা গেল রাজ্য–রাজনীতিতে। ভাঙড়ে এখন পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর ১৪৪ ধারা জারি রয়েছে। তাই গতকাল নওশাদ সিদ্দিকীকে আটকে দিয়েছিল পুলিশ। যেতে দেয়নি সেখানে। এবার ভাঙড় যাত্রা থমকে গেল আরাবুল ইসলাম এবং সওকত মোল্লা। এই দুই তৃণমূল কংগ্রেস নেতার মধ্যে একজন বিধায়কও। তাঁরা নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর ভাঙড়ের বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু ভাঙড়ে ১৪৪ ধারা জারি থাকায় আরাবুল–সওকতকে আটকে দেয় পুলিশ। বিষয়টি পছন্দ না হওয়ায় প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান–বিক্ষোভ করতে শুরু করেন আরাবুল–সওকত।

এদিকে পুলিশ পথ আটকালে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা এবং আরাবুল ইসলাম। ভাঙড়–২ ব্লকের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁঠালিয়া এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী শেখ মোসলেম–এর মৃত্যু হয় নির্বাচনী সন্ত্রাসে। এই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতেই যাচ্ছিলেন। কিন্তু সেটা করা যাবে না বলে জানিয়ে দেন পুলিশ অফিসাররা। এমনকী একই আইনে নওশাদকে আটকানোর কথাও জানানো হয় তাঁদের। তখন যুক্তি দেন তৃণমূল কংগ্রেস নেতারা যে, নওশাদ এলাকায় সন্ত্রাস করতে আসছিলেন। আর তাঁরা যাচ্ছেন পারলৌকিক কাজে। কিন্তু আইন সবার জন্য সমান তা জানিয়ে দেওয়া হয়।

ঠিক কী বলছেন বিধায়ক?‌ অন্যদিকে এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা এবং আরাবুল ইসলাম। এই বিষয়ে বিধায়ক সওকত সংবাদমাধ্যমে বলেন, ‘‌আমরা শেষকৃত্যে যেতে চাইছিলাম। কিন্তু পুলিশ যেতে দিচ্ছে না। তাই এই বাধার বিরুদ্ধে এখানে বসে প্রতিবাদ করছি। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা বলছেন, আমরা না গেলে শেষকৃত্য করবে না। কিন্তু এই পরিস্থিতির কথা বলে বুঝিয়ে ওদের শেষকৃত্যের কাজে পাঠিয়ে দিয়েছি। আইএসএফ তো আমাদের উপর হামলা করেছে। পুলিশকে গুলি করেছে। তৃণমূল তো এসব করেনি। আমরা তো ভাঙড়ে সভা করতে যাচ্ছি না। দলীয় কর্মীর শেষকৃত্যে গেলে সমস্যা কোথায়?‌’‌

আরও পড়ুন:‌ প্রত্যেকটি বাড়িতে বসছে জলের ফ্লো–মিটার, অপচয় বন্ধ করতে পুরসভার উদ্যোগ

তারপর ঠিক কী ঘটল?‌ ভাঙড়ের কলেজ মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। নাকা চেকিং করার পাশাপাশি সেখানে ভাঙড় এবং কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত ছিল। সুতরাং ওই পথে কাউকে যেতে দেওয়া হচ্ছিল না। আর তাই সেখানে যেতে দেওয়া হয়নি সওকত–আরাবুলকে। তখন গাড়ির সামনে রাস্তায় প্রথমে বসে পড়েন সওকত। আর পাশেই বসে পড়েন আরাবুল ইসলাম। তাঁদের ডাকে বাকি কর্মীরাও রাস্তায় বসে পড়েন। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর হুঁশিয়ারি, ‘‌আইন সকলের জন্য এক। আমি আবার ভাঙড়ে যাব। দেখি কী করে আমায় আটকায়।’‌

বাংলার মুখ খবর

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.