বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Vande Bharat Express: নিউ কোচবিহার স্টেশনে দিতে হবে বন্দে ভারতের স্টপেজ, দাবিতে তৃণমূলের বিক্ষোভ

Vande Bharat Express: নিউ কোচবিহার স্টেশনে দিতে হবে বন্দে ভারতের স্টপেজ, দাবিতে তৃণমূলের বিক্ষোভ

নিউ কোচবিহার স্টেশনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। নিজস্ব ছবি

আগামী ২৫ তারিখ থেকে এনজেপি-গোয়াহাটি পর্যন্ত বন্দে  ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই রেল মন্ত্রকের পক্ষ থেকে স্টপেজের একটি তালিকা বের করা হয়েছে।যেখানে দেখা যাচ্ছে নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নেই। এই দাবিতে এদিন অবস্থান বিক্ষোভ করে কোচবিহার জেলা তৃণমূল। 

তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। এই রুটে বন্দে ভারত চালু হচ্ছে আগামী ২৫ মে থেকে। কিন্তু, তার আগেই আগে স্টপেজ নিয়ে বিতর্কে জড়াল এনজেপি–গোয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারতের স্টপেজের দাবিতে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। এই দাবিতে আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিউ কোচবিহার স্টেশনে বিক্ষোভ অবরোধ দেখানো হয়।

তৃণমূলের বক্তব্য, প্রথমে স্টেশনের তালিকায় কোচবিহার জেলার একটি স্টেশনের নাম থাকলেও পরবর্তী সময়ে তা পরিবর্তন করে নিউ আলিপুরদুয়ারে স্টপেজ করার সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রক। তৃণমূলের দাবি, নিউ আলিপুরদুয়ারের থেকে নিউ কোচবিহার অনেক বড় স্টেশন। তাই নিউ কোচবিহারে এনজেপি–গুয়াহাটি বন্দে ভারতের স্টপেজ করতে হবে। এই দাবিতে এদিন সকাল ১১ টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রমুখ। তাঁদের হুঁশিয়ারি, বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না দিলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। জানা গিয়েছে, আগামী ২৫ তারিখ থেকে এনজেপি-গোয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই রেল মন্ত্রকের পক্ষ থেকে স্টপেজের একটি তালিকা বের করা হয়েছে।যেখানে দেখা যাচ্ছে নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নেই।স্টপেজের দাবিতে এদিন নিউ কোচবিহার রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ করে কোচবিহার জেলা তৃণমূল। শাসক দলের এই বিক্ষোভের জেরে ধুবড়িগামী ডিএমইউ ট্রেন আটকে পড়ে নিউ কোচবিহার রেলস্টেশনে। এরফলে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘উত্তরবঙ্গের মধ্যে সবথেকে ঐতিহ্যবাহী জেলা কোচবিহার জেলা। কোচবিহার হেরিটেজ টাউন হতে চলেছে। কিন্তু, নিউ কোচবিহারে বন্দে ভারতের স্টপেজ দেওয়া হয়নি। কোচবিহার জেলাকে বারবার বঞ্চিত করছে কেন্দ্র সরকার। কোচবিহারের মানুষ কী এমন অপরাধ করেছে যে এই জেলায় বন্দে ভারতের স্টপেজ দেওয়া হল না। এটা দেখার কাজ কেন্দ্রীয় মন্ত্রীদের। কিন্তু, সেই কাজ তাঁরা করছেন না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

এশিয়া কাপ বাস্কেটবলে দুর্দান্ত লড়াই করেও ইরানের কাছে হার ভারতের দুর্গার চোখে কাপড় বাঁধা, বিচারের দাবিতে দেবী রূপে কুমারটুলির পথে নামল খুদে আসতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ, জেনে নিন এর সঙ্গে সম্পর্কিত বিশেষ কিছু বিষয় কন্ডোম থেকে ছড়াচ্ছে ক্যানসার! ‘১ নম্বর’ ব্র্যান্ডের প্রোডাক্টেই ভয়ঙ্কর রাসায়নিক 'গানের পিণ্ডি চটকে…', সারেগামাপায় গৌতমের বেণীমাধব গান শুনে বিদ্রুপ নেটপাড়ার ‘‌বিনীত গোয়েল আপরাইট অফিসার’‌, দল–সাংসদ পদ ছেড়েও পুলিশ কমিশনারের প্রশংসায় জহর ‘টেক্কা’র জোকারের সঙ্গে আলাপ করালেন দেব! ঝাড়ু হাতে প্রকাশ্যে এলেন 'ইকলাখ' সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা, সতর্ক করল IMD কলকাতায় চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গণধোলাই জনতার আজ তেমন নাহলেও বুধ থেকে বৃষ্টি বাড়বে, ভারী বর্ষণ বাংলার জেলায়-জেলায়, কোথায়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.