বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda news: আইসিএসইতে দ্বিতীয় মালদার তৃষা, বাংলায় নয়, কোটাতে প্রশিক্ষণ নিচ্ছে মেধাবী ছাত্রী

Malda news: আইসিএসইতে দ্বিতীয় মালদার তৃষা, বাংলায় নয়, কোটাতে প্রশিক্ষণ নিচ্ছে মেধাবী ছাত্রী

মালদার তৃষা বিহানি আইসিএসসিতে দ্বিতীয়। 

বাংলার মুখ উজ্জ্বল করেছে তৃষা বিহানি। তবে বাংলায় নয়, ডাক্তার হওয়ার জন্য রাজস্থানের কোটাতে প্রশিক্ষণ নিচ্ছে তৃষা

আইসিএসই বোর্ডের পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় মালদার ছাত্রী তৃষা বিহানি। সর্বভারতীয় ক্ষেত্রেও সে দ্বিতীয় হয়েছে। মালদার ইংরেজবাজার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে তৃষা। বরাবরের মেধাবী ছাত্রী তৃষা। তার এই সাফল্যে খুশি গোটা বাংলা। কার্যত বাংলার মুখ উজ্জ্বল করেছে তৃষা।

তবে বাংলার গন্ডি ছাড়িয়ে পড়াশোনার জন্য আপাতত রাজস্থানে রয়েছে তৃষা। সেখানে ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য সে প্রশিক্ষণ নিচ্ছে। তৃষা জানিয়েছে, আমি অত্যন্ত খুশি এই রেজাল্টে। আমি ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছি। এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। এতটা আমি প্রত্যাশাই করিনি। কিন্তু কীভাবে এতবড় সাফল্য পেল তৃষা?

তৃষা জানিয়েছে, আসলে কঠিন পরিশ্রমটা খুব দরকার। আমি খুব বেশি পড়েছি এমনটা নয়। কিন্তু যেটা পড়তাম সেটা মন দিয়ে পড়তাম। আর ধারাবাহিকভাবে আমি হার্ড ওয়ার্কটা করে গিয়েছি। পড়াশোনায় ধারাবাহিকতা রক্ষা করাটা খুব দরকার।

তৃষার বাবা রাকেশ বিহান জানিয়েছেন, আমাদের প্রত্যাশার থেকে অনেক বেশি পেয়েছে তৃষা। আমরা অত্যন্ত খুশি। তৃষা আমাদের সকলের গর্ব। অনলাইনে ফলাফলের কথা জেনে মেয়ে আমাকে ফোন করে বিষয়টি জানায়। রাজস্থানের কোটাতে মেয়ে পড়াশোনা করে। মেডিকেলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তার। সেকারণেই প্রশিক্ষণ নিচ্ছে। আমরা ভাবতে পারিনি এতটা ভালো রেজাল্ট করবে। আমরা ভেবেছিলাম ৯৫-৯৬ শতাংশ নম্বর পাবে। কিন্তু অনেকটাই বেশি পেয়েছে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। কিন্তু এত ভালো রেজাল্ট করবে এটা বুঝতে পারিনি। তবে খুব যে পড়াশোনা করেছে এমনটা নয়। ২৪ ঘণ্টা বই নিয়ে বসে আছে এমনটা নয়। তবে যে পড়াই পড়ত সেটা একেবারে মন দিয়ে পড়ত। সর্বভারতীয় ক্ষেত্রে আমার মেয়ে দ্বিতীয় হয়েছে। বাবা হিসাবে খুব গর্ব হচ্ছে।

নর্থ পয়েন্ট ইংলিশ আকাদেমি স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, তৃষা বিহানি আমাদের স্কুল থেকে ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে। আমাদের স্কুলে সার্বিকভাবে ভালো ফলাফল হয়েছে। ওরা খুব ভালো পড়াশোনা করত। তার ফলও পেয়েছে তারা।

এদিকে সব মিলিয়ে আইসিএসইতে উত্তরবঙ্গের একাধিক জেলার ফলাফল যথেষ্ট ভালো হয়েছে। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে মালদার ছাত্রী তৃষা বিহানির ফলাফল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বাংলার মুখ খবর

Latest News

‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.