ছুটির দিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসের লম্বা ছুটিতে যাঁরা উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন, তাঁদের আজ হোটেল বা হোম স্টে'তে বসেই কাটাতে হতে পারে। কারণ আজ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের দুটি জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার পশ্চিমবঙ্গের কোন জেলায় কত বৃষ্টি হবে ও কেমন থাকবে আবহাওয়া?
১) রবিবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেরকম কোনও সম্ভাবনা নেই। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
২) রবিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ (রবিবার) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবা আছে। ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ ৭০ মিমির থেকে ২০০ মিমির মধ্যে থাকবে। পাঁচটি জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
৩) তবে উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় ওরকম প্রবল বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
৪) রবিবার সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল ৬ টা ১৫ মিনিট থেকে কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মোটামুটি এক থেকে দুই ঘণ্টা বৃষ্টি চলবে। বজ্রপাতের সময় মানুষকে সুরক্ষিত জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
৫) রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। যা স্বাভাবিক।
৬) সার্বিকভাবে আজ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে যে শনিবার রাজ্যে যেমন তাপমাত্রা ছিল, সেরকম স্তরেই থাকবে রবিবার।