অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠকে ব়্যাগিংয়ের অভিযোগ প্রত্যাহার করে নিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী। হিন্দি বিভাগের অধ্যাপক ও ২ ছাত্রের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ করেছিলেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তাঁরা। এদিন সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন ওই ৫ জন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিন – অফ স্টুডেন্টসের কাছে ব়্যাগিংয়ের অভিযোগ করেন ৫ ছাত্রী। তাঁদের অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের এক অধ্যাপক ও ২ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করেন তাঁরা। অভিযোগ জমা পড়ে থানাতেও।
সেই অভিযোগ বিবেচনা করতে বৈঠকে বসেছিল বিশ্ব বিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং কমিটি। অভিযোগ পর্যালোচনা করে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগের কোনও সারবত্তা পায়নি তারা। অভিযুক্ত ২ ছাত্র অভযোগকারিনীদের কাছে ক্ষমা চেয়ে নেন। এর পর অভিযোগ প্রত্যাহারের কথা জানান ৫ ছাত্রী।
যাদবপুরের পর বিশ্বভারতীতেও ব়্যাগিংয়ের অভিযোগে শোরগোল পড়েছিল। তবে শিক্ষামহলের একাংশের দাবি, কেন্দ্রীয় সরকারের ওপর পালটা চাপ তৈরি করতে এটা তৃণমূলের চাল হতে পারে। শেষমেশ সত্যি হল সেই আশঙ্কাই। সরাসরি অভিযোগ খারিজ করে দিল অ্যান্টি ব়্যাগিং কমিটি।