বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Lalan Sekh: ‘৫০ লক্ষ টাকা চেয়েছিল সিবিআই’, বিস্ফোরক দাবি লালনের স্ত্রীর, দেহ নিতে অস্বীকার

Lalan Sekh: ‘৫০ লক্ষ টাকা চেয়েছিল সিবিআই’, বিস্ফোরক দাবি লালনের স্ত্রীর, দেহ নিতে অস্বীকার

লালন শেখ এবং তার স্ত্রী রেশমা।

মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজে লালনের দেহ দেখার পর বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন রেশমা। সিআইডি তদন্তের দাবি জানিয়ে তিনি দেহ নিতে অস্বীকার করেন। তাঁর অভিযোগ, সিবিআই তাঁর জিভ কেটে নিয়েছে! এই ঘটনায় বেশ কয়েক জন সিবিআই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।

বগটুইককাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনায় প্রথম থেকেই খুনের অভিযোগ জানিয়েছেন লালনের পরিবারের সদস্যরা। ইতোমধ্যেই ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। রামপুরহাট থানাতেও অভিযোগ জানিয়েছে লালনের পরিবার। এবার সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন লালনের স্ত্রী।

মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজে লালনের দেহ দেখার পর বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন রেশমা। সিআইডি তদন্তের দাবি জানিয়ে তিনি দেহ নিতে অস্বীকার করেন। তাঁর অভিযোগ, সিবিআই তাঁর জিভ কেটে নিয়েছে! এই ঘটনায় বেশ কয়েক জন সিবিআই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘সিবিআই ওকে মেরে ফেলেছে। ওর শরীরে মারের চিহ্ন রয়েছে। পুরো শরীরে নীল দাগ রয়েছে। পা ও হাতের তলাতেও মারের দাগ রয়েছে। ওর জিভ কেটে নিয়েছে। আমরা চাইছি সিআইডি এর তদন্ত করুক।’ একইসঙ্গে তিনি সিবিআই অফিসারদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এফআইআরে ওই অফিসারদের নাম তিনি দিয়েছেন বলেই জানিয়েছেন।

এর পাশাপাশি সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে টাকা চাওয়ার মতোও গুরুতর অভিযোগ করেছেন লালনের স্ত্রী। তাঁর বক্তব্য, হার্ড ডিক্স চেয়ে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিলেন কয়েকজন সিবিআই আধিকারিক। তাঁর বাপের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এমনকী তাঁর দাবি, হার্ড ডিস্ক না দিলে ৫০ লক্ষ টাকা দিতে হবে বলেও হুমকি দিয়েছিলেন সিবিআইয়ের ওই আধিকারিক।তিনি জানান, ‘সিবিআই অফিসারকে আমি বলি আমার কাছে এতো টাকা নেই। এরপরে ওই অফিসার আমাকে বলেছিল ১২ টার পর দেখ কি অবস্থা করি!’ 

লালনের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর কাছ থেকে বড় বড় নাম বলে নিতে চাইছিল সিবিআই। দ্বিতীয়বার হেফাজতে নিয়ে সিবিআই তাঁর কাছ থেকে হার্ড ডিস্ক চেয়েছিল। সেজন্যই তাঁকে বেধড়ক মারধর করেছিল। সে কথা তাঁর স্বামী তাঁকে জানিয়েছিলেন বলে দাবি করেছেন রেশমা। লালনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকেই বীরভূমের অস্থায়ী সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা সিবিআই আধিকারিকদের গ্রেফতারের দাবি জানান।

বন্ধ করুন