বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Durgapur Steel plant: বোনাস না মেলায় বিক্ষোভ দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ইউনিয়নের

Durgapur Steel plant: বোনাস না মেলায় বিক্ষোভ দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ইউনিয়নের

দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিক্ষোভ।

শ্রমিকদের দাবি, তারা বোনাসের জন্য বেশ কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। অথচ সে বিষয়ে বিশেষ উদ্যোগ দেখাচ্ছে না কর্তৃপক্ষ। তারা নানাভাবে টালবাহানা করছে। এ নিয়ে বেশ কয়েকবার তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। 

পুজোর আর মাত্র তিন দিন বাকি। অথচ এখনও পর্যন্ত বোনাস পাননি দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা। তাই অবিলম্বে বোনাসের দাবিতে আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ করলেন কারখানার শ্রমিকরা। তাদের দাবি, অবিলম্বে বোনাস দিতে হবে। আজ মঙ্গলবার কারখানার মেন গেটের সামনে বিক্ষোভ করেন শ্রমিকদের ৭টি অপারেটিং ইউনিয়ন। অনেকে মনে করছেন এই প্রথম দুর্গাপুর ইস্পাত কারখানার সবকটি ইউনিয়ন একসঙ্গে বিক্ষোভের সামিল হল।

কত টাকার বোনাস পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? হিসাব করে নিতে পারবেন আপনিই

শ্রমিকদের দাবি, তারা বোনাসের জন্য বেশ কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। অথচ সে বিষয়ে বিশেষ উদ্যোগ দেখাচ্ছে না কর্তৃপক্ষ। তারা নানাভাবে টালবাহানা করছে। এ নিয়ে বেশ কয়েকবার তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বৈঠকে শুধু তারিখ দেওয়া ছাড়া আর কিছুই উদ্যোগ দেখায়নি কারখানা কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। তাই অবিলম্বে বোনাসের দাবিতে আজ সকাল থেকে সিআইটিইউ, আইএনটিটিসিআই, আইএনটিটিইউসি, বিএমএস, এআইটিইউসি, এইচএমএসের কর্মী সমর্থকরা অবরোধ করেন।

প্রসঙ্গত, বোনাসের দাবিতে গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটে শুধুমাত্র সিটু বিক্ষোভ দেখিয়েছিল। আজ সব কর্মী ইউনিয়ন আন্দোলনের সামিল হল। সিটুর পক্ষ সৌরভ দত্ত জানান, করোনার পর ইতিহাসে সব থেকে বেশি লাভ করেছে সেইল। তারপরেও শ্রমিকদের দাবি মতো বার্ষিক বোনাস দেওয়া হচ্ছে না। দুর্গাপুজোর আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট, ইস্কো স্টিল প্ল্যান্ট, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সেইলের বিভিন্ন অফিসের শ্রমিকরা পুজোর বোনাস না পাওয়ায় বাজারে কিছুটা খারাপ প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

বন্ধ করুন