বন্ধুর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। তার জেরে খুন হল যুবক। খুন করার পর তার দেহ বস্তায় ভরে লোপাটের চেষ্টা করল অভিযুক্তরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনা হাড়োয়া থানা এলাকার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই চারজনের মধ্যে কে ওই যুবককে খুন করেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনের নাম হল শম্পা সাহা, চৈতালি সাহা, খোকন সাহা এবং শম্পার স্বামী। জানা যাচ্ছে, শম্পার স্বামীর বন্ধু ছিল মৃত যুবক। শম্পার সঙ্গে ওই যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। গতকাল রাতে যুবককে খুন করে বস্তাবন্দি করে তার দেহ ফেলে দেওয়ার সময় প্রথমে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারাই পুলিশে খবর দেন পরে। পুলিশ গিয়ে বস্তাবন্দি দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে মাথায় কিছু আঘাত করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের বাড়ি আসানসোলে। শম্পার স্বামীর বন্ধু হওয়ার সূত্রে ওই যুবকের সঙ্গে শম্পার বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। শম্পার মায়ের দাবি, ওই যুবক শম্পাকে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিয়েছিল। শুধু তাই নয়, শম্পা যেখানে যেত ওই যুবক তার পিছনে চলে যেত। এমনকি ওই যুবক তাকে মারধর করত বলেও অভিযোগ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গত শুক্রবার স্বামীর সঙ্গে হাড়োয়ার গোপালপুরের বাপের বাড়িতে গিয়েছিল শম্পা। তারপর গত শনিবার ওই যুবকও শম্পার বাপের বাড়ি যায়। সেখানে তাদের মধ্যে অশান্তি তৈরি হয় এবং তাকে খুন করা হয় বলে অভিযোগ। ধৃতদের আজ আদালতে তোলার কথা রয়েছে।