পুকুরে মাছ ধরতে গিয়ে ঘটল বিপত্তি! মাছের গুঁতোই জ্ঞান হারালেন যুবক। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ওই যুবকের নাম আবদুল হালিম ঘরামি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ক্যানিংয়ের বেলেখালি গ্রামের বাসিন্দা। তাঁর বাড়ির কাছে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে মাছ ছেড়েছিলেন। মাঝেমধ্যে জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরতেন তিনি। গতকাল দুপুরে অন্যান্য দিনের মতোই পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেন হালিম। তাঁর জালে একটি মাছও ওঠে। সেই মাছ তুলতে গিয়েই ঘটে বিপত্তি।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মাছটি অনেক বড় হওয়ায় কিছুতেই জাল টেনে তুলতে পারছিলেন না হালিম। এরপর জাল সমেত মাছটিকে তোলার জন্য নিজেই তিনি পুকুরে নামেন। তখন মাছটি সজরে তাঁর বুকে ধাক্কা মারে। আর তার জেরে যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন হালিম।
তাঁকে পুকুরের জলে ভাসতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই যুবক। তাঁর বাবা আরাফাত ঘরামি জানান, পুকুরে জাল ফেলতেই একটি বড় মাছ ধরা পড়েছিল। তা তুলতে গিয়ে জলে নেমেছিল হালিম। আর তারপরে মাছের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে। আশেপাশের লোকজন তাঁকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।