বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Fraud crypto currency: ক্রিপ্টোতে বিনিয়োগ করতে গিয়ে প্রতারিত বেলেঘাটার বাসিন্দা, মধ্যপ্রদেশ থেকে ধৃত ৩

Fraud crypto currency: ক্রিপ্টোতে বিনিয়োগ করতে গিয়ে প্রতারিত বেলেঘাটার বাসিন্দা, মধ্যপ্রদেশ থেকে ধৃত ৩

ধৃত ৩ প্রতারক। নিজস্ব ছবি

দিন কয়েক  প্রতারণার অভিযোগ দায়ের করেছিলন বেলেঘাটার এক বাসিন্দা। তাঁকে একটি টেলিগ্রাম গ্রুপে যোগ করা হয় এবং গ্রুপে জানানো হয়, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। তখন ওই ব্যক্তি প্রতারকদের ফাঁদে পা দিয়ে একে একে প্রায় ২৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন।

কলকাতায় ফের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল। একটি টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে কলকাতার এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে প্রতারকরা। তাদের ফাঁদে পা দিয়ে ২৪ লক্ষ টাকা খোয়া যায় ওই ব্যক্তির। সেই ঘটনার তদন্তে নেমে মধ্যপ্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করল কলকাতা সাইবার পুলিশ। ধৃতদের নাম হল গৌরব নামদেব, পবন জোহরি ও দীপক গাঙ্গওয়াল।

আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে ৬৯ লক্ষ টাকার প্রতারণা, উঠে আসছে চিন যোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক  প্রতারণার অভিযোগ দায়ের করেছিলন বেলেঘাটার এক বাসিন্দা। তাঁকে একটি টেলিগ্রাম গ্রুপে যোগ করা হয় এবং গ্রুপে জানানো হয়, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। তখন ওই ব্যক্তি প্রতারকদের ফাঁদে পা দিয়ে একে একে প্রায় ২৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু, সেই টাকা ফেরত না পাওয়ায় তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপর ওই ব্যক্তি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ টেলিগ্রাম গ্রুপটির সঙ্গে যুক্তদের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে। তখন তদন্তকারীরা জানতে পারেন ভিপিএন ব্যবহার করে প্রতারকরা এই টেলিগ্রাম গ্রুপ তৈরি করে। এর মাধ্যমে নিজেদের আসল ভৌগোলিক অবস্থান গোপন রাখে প্রতারকরা। তাতে দেখানো প্রতারকদের অবস্থান হচ্ছে দুবাই।

এরপর কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে তা কলকাতা পুলিশের গোয়েন্দারা খোঁজ করতে শুরু করেন। তাতে তারা জানতে পারেন সেই টাকা তোলা হয়েছে এটিএম, সেলফ চেক এবং চালানের মাধ্যমে। দেখা যায়, টাকার একাংশ জমা পড়েছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে মা অন্নপূর্ণা ট্রেডার্স নামক একটি সংস্থার অ্যাকাউন্টে। সেখান থেকে সেলফ চেক দিয়ে তোলা হয়েছে টাকা। এছাড়াও এই অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা চালান করা হয়েছে কয়েকটি অ্যাকাউন্টে। সেগুলির একটির মালিক মেসার্স জোহরি ট্রেডার্স নামে আরও একটি সংস্থা। দুই সংস্থার মধ্যে লেনদেনের পরিমাণ দিনে ১০ লক্ষ টাকাও ছাড়িয়ে গিয়েছে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের।

তখন তদন্তকারীরা বুঝতে পারেন প্রতারণার উৎস মধ্যপ্রদেশই। এরপর সেখানে পৌঁছয় তদন্তকারীদের দল। গতকাল সন্ধ্যায় স্থানীয় পুলিশের সহায়তায় উজ্জয়িনী শহরের বেশকিছু জায়গায় হানা দিয়ে অন্নপূর্ণা ট্রেডার্সের মালিক গৌরব নামদেব এবং জোহরি ট্রেডার্সের দুই মালিক পবন জোহরি ও দীপক গাঙ্গওয়ালকে গ্রেফতার করে।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, আরও অনেককেই প্রতারণার সঙ্গে জড়িত। তারা একটি চক্র হিসেবে কাজ করত। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা ল্যাপটপ ও মোবাইল ফোন। এই সমস্ত কিছু থেকে অনেক তথ্য প্রমাণ হাতে উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের। যা দেখে তারা বুঝতে পারছেন, এর আগেও অনেকের সঙ্গে এইভাবে প্রতারণা করেছিল এই চক্র। ওই ৩ জনকে আজ ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে উজ্জয়িনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

বাংলার মুখ খবর

Latest News

‘বিরাট তো জামাই....’, তানি পার্টনারের আসল পার্টনারকে নিয়ে বললেন শাহরুখ T20 WC-এর ইন্দো-পাক মহারণের পিচ এল ফ্লোরিডা থেকে, নাসাউ-র কাজ প্রায় শেষের পথে তৃণমূলের কুণালের গলায় বিজেপির তাপসের প্রশংসা! যোগ্য–অযোগ্যদের পৃথক তালিকা দিতে প্রস্তুত এসএসসি, জানিয়ে দিল সুপ্রিম কোর্টে ‘পুরো দায় আমার ছিল, আমার ভুল’, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে মুখ খুললেন আমির তীব্র গরমে লোকাল ট্রেনে ভোট প্রচার করলেন অগ্নিমিত্রা পাল ভেঙেছে প্রেম! পর্দায় ‘দিদিয়া’ তবে আদৃতের চেয়ে বয়সে অনেকটা ছোট কৌশাম্বি, ফারাক কত রোদে পুড়ে গিয়েছে ত্বক? পার্লারে ছুটতে হবে না, রান্নাঘরের ৫ উপকরণেই ফরসা হবেন WC থেকে বাদ পড়া রিঙ্কুকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে শাহরুখ, মহানুভবতায় মুগ্ধ ভক্তরা তামিলনাড়ুর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত বহু

Latest IPL News

WC থেকে বাদ পড়া রিঙ্কুকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে শাহরুখ, মহানুভবতায় মুগ্ধ ভক্তরা IPL 2024- আবার চোট মায়াঙ্কের, দুশ্চিন্তায় LSG-র কোচ ল্যাঙ্গার ‘মিষ্টি ও বাজি কিনে এনেছিলাম….’, রিঙ্কু বিশ্বকাপের দলে না থাকায় হৃদয় ভাঙল বাবার IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের? ICC T20 World Cup-বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু? ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই কাল হল রিঙ্কুর? বিশ্বকাপ থেকে বাদ পড়ায় উঠছে প্রশ্ন T20 বিশ্বকাপের সহ-অধিনায়ক হওয়ার দিনেই বিরাট শাস্তি পান্ডিয়ার, জরিমানা রোহিতদেরও হার্দিক গড়পড়তা, সিরাজের ফর্ম খুব খারাপ,ভারতের WC দলের ১৫ জন IPL-এ কেমন খেলছেন? ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের ব্যর্থ রোহিত-হার্দিক-বুমরাহ! মুম্বইকে চার উইকেটে হারিয়ে দিল রাহুলের লখনউ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.