মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেলে বেনজিরভাবে তাঁর সাহায্য চাইতে বিচারপতির বিধাননগরের বাসভবনে পৌঁছে যান SLST চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে আলাপচারিতার সময় মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে।
এদিন চাকরিপ্রার্থীরা বিচারপতিকে বলেন, নবম দশমের কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক হিসাবে সুপারিশপত্র পেলেও ১৩ মাস ধরে নিয়োগপত্র পাচ্ছেন না তাঁরা। এব্যাপারে বিচারপতিকে সুপারিশ করতে অনুরোধ করেন তাঁরা। চাকরিপ্রার্থীরা বলেন, আপনি সোমা দাসকে যেভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন সেভাবে আমাদেরটাও করে দিন। শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সোমা দাসের চাকরি ব্যবস্থা আমি করিনি। ওনার চাকরির ব্যবস্থা আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন মানবিক কারণে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম মাত্র। মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক কাজ করেছেন।
বলে রাখি, সোমা দাস নামে এক ক্যান্সার আক্রান্ত চাকরিপ্রার্থীকে তাঁর এজলাসে বসে থাকতে দেখে তাঁর চাকরির জন্য সরকারকে অনুরোধ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পর সোমাকে দ্রুত শিক্ষক পদে নিয়োগ করে SSC. স্বপ্নপূরণ হয় ওই চাকরিপ্রার্থীর। চাকরি পেয়ে সোমা জানিয়েছিলেন, এবার ঠিক মতো চিকিৎসা করাতে পারব। ধন্যবাদ জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।