বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bhangar: ভাঙড়ে আদিবাসীদের জমি জবরদখল করে অবৈধ নির্মাণ, শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতার নামে অভিযোগ

Bhangar: ভাঙড়ে আদিবাসীদের জমি জবরদখল করে অবৈধ নির্মাণ, শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতার নামে অভিযোগ

আদিবাসীদের নিয়ে থানায় অভিযোগ বিজেপি নেতার। নিজস্ব ছবি

বিজেপির নেতৃত্বে আদিবাসী মানুষজন এদিন কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপির জয়নগর জেলার সহ সভাপতি কালিপদ নস্কর এদিন আদিবাসীদের নিয়ে কলকাতা লেদার কম্পলেক্স থানায় হাজির হন। সেখানে পুলিশের সঙ্গে আদিবাসীদের জমি জবরদখলের বিষয়ে কথা বলেন তিনি। 

সাধারণ মানুষের জমি জোর করে দখলের অভিযোগ উঠেছিল সন্দেশখালি বেতাজ-বাদশা তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। বর্তমানে অবশ্য তাঁর ঠাঁই হয়েছে জেলে। আর এবার ভাঙড়ের আদিবাসীদের জমি জবরদখলের অভিযোগ উঠল আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এনিয়ে আজ বৃহস্পতিবার কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন আদিবাসীরা।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে ৬১ জনকে জমি ফেরত , বেড়মজুরে শুরু অস্থায়ী বাঁশের সাঁকোর কাজ

বিজেপির নেতৃত্বে আদিবাসী মানুষজন এদিন কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপির জয়নগর জেলার সহ সভাপতি কালিপদ নস্কর এদিন আদিবাসীদের নিয়ে কলকাতা লেদার কম্পলেক্স থানায় হাজির হন। সেখানে পুলিশের সঙ্গে আদিবাসীদের জমি জবরদখলের বিষয়ে কথা বলেন তিনি। এছাড়াও তিনি আদিবাসীদের জমি জবরদখলের পাশাপাশি পূর্ব কলকাতার জলাভূমিতে বিভিন্ন ধরনের অবৈধ নির্মাণ করা হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ জানান।

অভিযোগ, ভাঙড় ১ নাম্বার ব্লকের তাড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার মাখালতলা গ্রামে কয়েকশো আদিবাসী পরিবারের বসবাস। এই সমস্ত আদিবাসী গ্রামের বিঘার পর বিঘা জলা জমি জবরদখল করা হয়েছে। তাঁর দাবি, আদিবাসীরা বাম আমলে পাট্টা পেয়ে এইসব চাষাবাদ করছিলেন। সেই জমি এলাকার কিছু জমি মাফিয়া দখল করে নেওয়ার পাশাপাশি পাঁচিল গড়ে তুলছে। প্রায় ৩০-৪০ বিঘা জমির উপরে আলাদা আলাদাভাবে প্লট করে তাতে পাঁচিল দেওয়া হচ্ছে। এই অবৈধ নির্মাণ থেকে জলা জমি দখলের যে অভিযোগ উঠছে শাসকদলের নেতাদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায়ের বিরুদ্ধে এরকম অভিযোগ তুলেছেন আদিবাসীরা।

বিজেপি নেতার অভিযোগ, এই রাকেশ রায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ। রাকেশের পাশাপাশি আরও এক তৃণমূল নেতা গৌতম মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

কালিপদ নস্করের অভিযোগ, এই সমস্ত জমি আদিবাসীদের কাছ থেকে জোর করে লিখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে সেই জমিগুলি বিক্রি করা হচ্ছে। জলাভূমির উপরে অবৈধ নির্মাণ করা হচ্ছে। আবার কিছু কিছু জমি থেকে মাটি তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই জমিগুলিতে চাষাবাদ করেই বেঁচে থাকেন সেখানকার আদিবাসীরা। সেক্ষেত্রে এমন অবস্থায় আদিবাসীদের পেটে লাথি পড়েছে বলে তিনি অভিযোগ করেছেন। যদিও এ বিষয়ের তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.