বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অক্সিজেন দেওয়া হচ্ছে কেষ্ট মণ্ডলকে, হাজিরা এড়িয়ে এসএসকেএমে অনুব্রত

অক্সিজেন দেওয়া হচ্ছে কেষ্ট মণ্ডলকে, হাজিরা এড়িয়ে এসএসকেএমে অনুব্রত

এসএসকেএমে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

আইনজীবীরা জানিয়েছেন, একজন অসুস্থ মানুষকে যদি হাসপাতালে এসেও জেরার করার প্রয়োজন বোধ করে সিবিআই। সেটাও তারা আসতে পারেন। সেক্ষেত্রেও সহযোগিতা করবেন তিনি।

নিজাম প্যালেসে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। কিন্তু বুধবার আচমকাই তাঁর কালো গাড়ি এসে পৌঁছাল এসএসকেএমের দরজার বাইরে। এরপর হলুদ পাঞ্জাবি পরে হাসপাতালের ভেতর ঢুকে যান অনুব্রত। তাঁর আইনজীবীদের দাবি, আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। এদিন রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেকারণেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি আইনজীবীরা জানিয়েছেন, একজন অসুস্থ মানুষকে যদি হাসপাতালে এসেও জেরার করার প্রয়োজন বোধ করে সিবিআই। সেটাও তারা আসতে পারেন। সেক্ষেত্রেও সহযোগিতা করবেন তিনি।

এদিকে এখানেই প্রশ্ন উঠছে এনিয়ে পঞ্চমবারের জন্য গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত। ঠিক কী হয়েছে কেষ্ট মণ্ডলের? এসএসকেএম সূত্রে খবর, ২১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা কতটা রয়েছে তা দেখা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য ৮ সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয়েছে। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। কী ধরণের সমস্যা রয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।তবে পরীক্ষার জন্য তাঁকে ওয়ার্ডের বাইরে আসতে হবে না। ওয়ার্ডেই তাঁর জন্য বিশেষ মেশিন নিয়ে আসা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরীক্ষার জন্য ইকো মেশিন নিয়ে আসা হচ্ছে। তিনি যেখানে রয়েছেন সেখানেই তাঁর পরীক্ষা করা হবে। কার্যত তাঁর চিকিৎসার ব্যাপারে সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে। রক্তচাপ. হৃদযন্ত্রের পরিস্থিতি সহ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত অনুব্রতর মাথায় অক্সিজেন পৌঁছায় না একথা নিয়ে বিগতদিন যথেষ্ট কটাক্ষ করতেন বিরোধীরা।

 

বন্ধ করুন