বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গোরুপাচারে সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গোরুপাচারে সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

অনুব্রতর আইনজীবী জানিয়েছেন। অনুব্রত মণ্ডল অসুস্থ। SSKM-এর চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। তিনি বোলপুরের বাড়িতে বিশ্রামে আছেন। তাঁর পক্ষে কলকাতায় আসা সম্ভব নয়।

গোরুপাচারকাণ্ডে শুক্রবার ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সিবিআইয়ের কাছে সশরীরে হাজিরা থেকে অব্যহতি চেয়েছেন অনুব্রত মণ্ডল। বোলপুর থেকে খবর এসেছে, অসুস্থ কেষ্টদা এই মুহূর্তে কলকাতা যেতে পারবেন না।

গোরুপাচারকাণ্ডের তদন্তে গত মঙ্গলবার CBI এর হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। বদলে সিবিআই দফতরে এসে আয়ব্যায়ের হিসাব পেশ করেন তাঁর আইনজীবী। সঙ্গে পেশ করেন সম্পত্তির খতিয়ান ও ৫ বছরের আয়কর রিটার্নের প্রতিলিপি। এর পর শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলেন গোয়েন্দারা।

অনুব্রতর আইনজীবী জানিয়েছেন। অনুব্রত মণ্ডল অসুস্থ। SSKM-এর চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। তিনি বোলপুরের বাড়িতে বিশ্রামে আছেন। তাঁর পক্ষে কলকাতায় আসা সম্ভব নয়। তবে সিবিআই চাইলে তাঁকে বাড়ি গিয়ে জেরা করতে পারে। তদন্তে সব রকম সাহায্য করার জন্য তৈরি রয়েছেন অনুব্রতবাবু।

তবে আইনজ্ঞদের একাংশের মতে অনুব্রতর ওপর গ্রেফতারির মেঘ ঘনাচ্ছে। তাঁর রক্ষাকবচের আবেদন আগেই খারিজ করে দিয়েছে আদালত। এর পর যে ভাবে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের একের পর এক ডাক এড়াচ্ছেন তাতে তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করতে পারেন গোয়েন্দারা। তার পর AIIMS-এ নিয়ে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষা করাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখন চিকিৎসকরা অন্যরকম বললে বাঁচার পথ থাকবে না তাঁর কাছে।

 

বন্ধ করুন