পুজোর আগে নিঃসন্দেহে বড় প্রাপ্তি। এবার রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছে ভিস্তাডোম কোচ। বিরাট কাঁচের জানালা। তার পাশে বসে দেখবেন বাইরের দৃশ্য। কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না।
ভাবুন তো বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি। আর আপনি কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচে চেপে রয়েছেন। তাতে করেই আপনি হাওড়া আসছেন। অত্যন্ত সুখের অভিজ্ঞতা। আর বেশি দেরি নেই। আগামী ৩ জুলাই থেকে কুলিক এক্সপ্রেসের সঙ্গে জুড়ছে এই ভিস্তাডোম কোচ। এবার রেল সফরের মজাই আলাদা।
সেই ছোট ছোট জানালা। ভেতরে একেবারে দমবন্ধ করা অবস্থা। সেসব দিন আজ অতীত। এবার একেবারে আরামদায়ক চেয়ারে বসে রেলসফর। অত্যাধুনিক নানা সুবিধাও থাকছে এই ভিস্তাডোম কোচগুলিতে।
রেল সূত্রে খবর, হাওড়া থেকে ৩ জুলাইয়ের গাড়িতে এই ভিস্তাডোম কোচ থাকবে। অন্য়দিকে রাধিকাপুর থেকে হাওড়াগামী যে ট্রেন তাতেও ৪ জুলাই থেকে এই ভিস্তাডোম কোচ থাকবে। পর্যকদের কাছে রেলযাত্রাকে আরও সুখকর করার জন্য় এই নয়া উদ্যোগ।
রাধিকাপুর হাওড়া এক্সপ্রেসে চড়ে একেবারে প্যানারোমিক ভিউ দেখা যাবে। ট্রেনের মধ্য়েই থাকছে ওয়াইফাই। ছাদের অংশও মোড়া থাকবে কাঁচে। যার মাধ্যমে ট্রেনে বসেই দেখুন আকাশ। একেবারে অন্যরকম অভিজ্ঞতা।
শিলিগুড়ি- আলিপুরদুয়ারগামী ট্রেনে বর্তমানে ভিস্তাডোম কোচ রয়েছে। ইতিমধ্যেই এই ট্রেনযাত্রা পর্যটকদের কাছে আকর্ষণের অন্য়তম কেন্দ্রবিন্দু। এবার রায়গঞ্জের বাসিন্দাদের জন্যও সুখবর। রাধিকাপুর থেকে হাওড়া ও হাওড়া থেকে রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এবার ভিস্তাডোম কোচও থাকবে। অর্থাৎ সেই একঘেয়ে ট্রেন সফর আর নয়। এবার একেবারে ভিস্তাডোম কোচে চেপে আপনি রায়গঞ্জ থেকে কলকাতা যাতায়াত করতে পারবেন। পুজোর আগে নিঃসন্দেহে বড় পাওনা।
কুলিক পক্ষীনিবাসের নামে ট্রেনের নাম। উত্তরদিনাজপুরের রায়গঞ্জ শহর থেকে কাছেই এই কুলিক পক্ষীনিবাস। সেই পাখিরালয় দেখতে প্রতিবছর পর্যটকরা যান। মূলত শীতকালে এখানে পরিযায়ী পাখির দল আসে। তাদের দেখতে আসনে পর্যটকরা। তবে এবার সেই কুলিক দেখতে আসার সময় আপনি ভিস্তাডোম কোচে চেপে আসতেই পারবেন। পূর্ব রেলের পক্ষ থেকে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সূত্রের খবর,১৩০৫৩ ও ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসে এই ভিস্তাডোম কোচ থাকবে। হাওড়া থেকে ৩ জুলাই যে ট্রেনটি রাধিকাপুরের দিকে যাবে তাতে ভিস্তাডোম কোচ থাকবে। আবার ৪ জুলাই রাধিকাপুর থেকে হাওড়ার দিকে যে ট্রেনটি আসবে তাতেও আপনি ভিস্তাডোমের মজা নিতে পারবেন।