বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পয়লা বৈশাখ থেকে বাবুঘাটের বাসস্ট্যান্ড সরে যাচ্ছে সাঁতরাগাছিতে, হবে উড়ালপুল

পয়লা বৈশাখ থেকে বাবুঘাটের বাসস্ট্যান্ড সরে যাচ্ছে সাঁতরাগাছিতে, হবে উড়ালপুল

সাঁতরাগাছি বাস টার্মিনাসে যানজট এড়াতে উড়ালপুলের ভাবনা রাজ্যের

কলকাতাকে যানজটমুক্ত করতে আরও একধাপ এগিয়ে গেল রাজ্যের পরিবহন দফতর। বাবুঘাটের আন্তঃরাজ্য বাসস্ট্যান্ডকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসে। এছাড়াও খুব শীঘ্রই উড়ালপুলও তৈরি হয়ে যাবে এই বাস টার্মিনাসের কাছে। সেক্ষেত্রে শহরের যানজট খুব দ্রুত মিটে যাবে বলে মনে করছেন পরিবহন দফতরের আধিকারিকরা।

বৃহস্পতিবার এই নয়া বাস টার্মিনাসের পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে সেখানে ছিলেন এইচআরবিসি, হাওড়া পুর নিগম, হাওড়া সিটি পুলিশ ও প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। ফিরহাদ হাকিম বলেন, 'প্রাথমিকভাবে কয়েকটি বাস এখান থেকে চালানো হবে। তবে বাংলা নববর্ষ থেকে এই বাস টার্মিনাস পুরোপুরি চালু হয়ে যাবে।' তিনি আরও বলেন, 'কয়েক বছর আগেই বাস টার্মিনাসটি তৈরি হয়ে গেলেও কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের কারণে এখান থেকে বাস চালানো সম্ভব হয়নি। কিন্তু তারপরেও যানজট-মুক্ত করতে উড়ালপুল তৈরির পরিকল্পনা নেওয়া হলেও তার কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে।'

এই প্রসঙ্গে নাম না করেই শুভেন্দু অধিকারীর উদ্দেশে কটাক্ষ করে ফিরহাদ বলেন, 'আগের পরিবহনমন্ত্রী অ্যাক্টিভ ছিলেন না, তাই এই কাজ হয়নি।' ফিরহাদ আরও বলেন, 'এবার দ্রুত এই উড়ালপুলের কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও এই টার্মিনাসে জল জমার একটা সমস্যা রয়েছে। সেই কারণে নিকাশি সমস্যা মেটাতে নতুন একটা নয়ানজুলি তৈরি করা হবে। তবে এই সাঁতরাগাছি বাস টার্মিনাল চালু হয়ে গেলে গাড়ির চাপ বেড়ে যাবে সাঁতরাগাছি ব্রিজের।

সেক্ষেত্রে কী হবে? সেই প্রশ্নে ফিরহাদ বলেন, ‘ সাঁতরাগাছি ব্রিজ সম্প্রসারণের দায়িত্ব রেলের। এ বিষয়ে কেএমডিএ’র সুরক্ষা কমিটির সঙ্গে রেলের আলোচনা হয়েছে। এখন রেলকে এই উদ্যোগ নিতে হবে। তবে রাজ্য সরকারের তরফে রেলের সঙ্গে এই সমস্যা মেটাতে আলোচনা চলছে।'

বন্ধ করুন