বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক: বিকাশরঞ্জন

‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক: বিকাশরঞ্জন

বিকাশরঞ্জন ভট্টাচার্য (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

বিকাশবাবু বলেন, ‘ছবি নিষিদ্ধ করাটা একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। কোনও শিল্প তা যতই বিকৃত হোক না কেন তাকে ব্যান করে প্রকৃত পক্ষে প্রচার পাইয়ে দেওয়া। বরং যেটা দেখানো হচ্ছে তার বিরুদ্ধে পালটা তথ্য রাখাই ভালো। কেরল সরকার এই ছবি নিষিদ্ধ করেনি।

রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ করার বিরোধিতা করলেন রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই পদক্ষেপকে স্বৈরতান্ত্রিক বলে উল্লেখ করলেন তিনি। সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দেওয়ার সময় একথা বলেন বিকাশরঞ্জন। তাঁর দাবি, ছবিটিকে প্রচার পাইয়ে দিতে RSS-এর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিকাশবাবু বলেন, ‘ছবি নিষিদ্ধ করাটা একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। কোনও শিল্প তা যতই বিকৃত হোক না কেন তাকে ব্যান করে প্রকৃত পক্ষে প্রচার পাইয়ে দেওয়া। বরং যেটা দেখানো হচ্ছে তার বিরুদ্ধে পালটা তথ্য রাখাই ভালো। কেরল সরকার এই ছবি নিষিদ্ধ করেনি। কেরলের মানুষ তথ্য দিয়ে এই ছবির বিষয়বস্তুর বিরুদ্ধে পালটা আলোচনা তুলছেন। পালটা বিতর্কের পরিসর তৈরি না করে নিষিদ্ধ করে দেওয়াটা RSSএর অভ্যাস। মমতা সেপথেই গেলেন। এর মধ্যে একটা বিপজ্জনক প্রবণতা আছে। আমি অন্তত এই ধরণের নিষেধাজ্ঞাকে সমর্থন করি না’।

সোমবার বিকেলে নবান্নে এক সাংবাদিক বৈঠকে দ্য কেরালা স্টোরি ছবিটি পশ্চিমবঙ্গে প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই ছবি নিয়ে কেরলের বাম সরকার কোনও পদক্ষেপ না করায় সিপিএমকে আক্রমণ করেন তিনি, ‘কাশ্মীর ফাইল তৈরি করা হয়েছে একটি অংশকে অপদস্থ করার জন্য। আমি সিপিএমকে সমর্থন করি না। কিন্তু আমার বদলে তাদের এই কেরালা স্টোরির সমালোচনা করা উচিত। কিন্তু তারা হাতে হাত মিলিয়ে কাজ করেছে। আমি মুখ্যমন্ত্রী হিসাবে খুবই দুঃখিত যে আপনাদের দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে’।

বন্ধ করুন