একই দিনে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। দিনের বেলায় মানিকতলায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল ৩টি বাইক। এছাড়াও, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি। অপরদিকে, রাতের বেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল ৪টি ঝুপড়ি। মাঝেরহাট ব্রিজের কাছে চার নম্বর রেলগেটের ধারে আগুন লাগে। দুটি ঘটনাতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
রবিবার মানিকতলার মুরারিপুকুরে একটি রঙের কারখানায় আগুন লাগে সকাল ১১ টা নাগাদ। ১৬ নম্বর মুরারিপুকুর রোডে অবস্থিত ওই রঙের কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও কারখানার পাশের অন্যান্য বাড়িগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়। তিনটি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই ঘটনার পরে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, এ নিয়ে থানা এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আগুন লাগার পরেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। পোড়া গন্ধে আতঙ্কে ছোটাছুটি করিয়ে দেন স্থানীয়রা। কারখানার পাশে তিনটি বাইক রাখা ছিল। বাইকগুলি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও আগুনে কারখানার পাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মানিকতলায় আগুন লাগার ১২ ঘণ্টা পর রাতে আগুন লাগে মাঝেরহাটের ঝুপড়িতে। তারাতলার কাছে গড়াগাছা রোডে ওই ঝুপড়িতে আগুন লাগে। ঝুপড়ির মধ্যে আটকে ছিলেন একজন মহিলা। তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকল বাহিনী। ঘণ্টা খানেকের মধ্যে দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি ক্ষেত্রে আগুন লাগার কারণ জানা যায়নি।