বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, তৃণমূলের তরফেও মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে শুরু করেছে তৃণমূল। কিন্তু, ২০০০ টাকার নোট দিয়ে আর্থিক সাহায্য করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। ২০০০ টাকার নোট বাতিল হওয়ার সত্ত্বেও তা দিয়ে আর্থিক সাহায্য করায় তৃণমূলের বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের প্রশ্ন, কেন্দ্র ২ হাজার টাকার নোট প্রত্যাহার করার পরেও কেন সেই নোট আর্থিক সাহায্য দেওয়ার কাজে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস? তিনি টুইটারে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পক্ষ থেকে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করছেন এক মন্ত্রী। এর জন্য সাধুবাদ জানাই। কিন্তু, একসঙ্গে এই প্রশ্নটা রাখছি দু হাজার টাকার নোটে দু লাখ বান্ডিলের উৎস কী।? আরও একটি টুইটে বিস্ফোরক দাবি করেছেন সুকান্ত মজুমদার। তিনি লেখেন, ‘বর্তমানে দু হাজার টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলিকে দু হাজার টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হলো না? দ্বিতীয়ত, এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি?’
অন্যদিকে, এ প্রসঙ্গে পালটা বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।’ দু হাজার টাকার নোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্র সরকার বলেছে দু হাজার টাকার নোট সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে। তাই এর মধ্যে কোনও অনৈতিকতা নেই। বিজেপি নেতারাই কালো টাকার পাহাড়ে বসে আছে। সেই কারণে তব্রা এই ধরনের অভিযোগ করছেন।’ প্রসঙ্গত, রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার কটকে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা সেটাই দেখার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup