বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WB Assembly: বৃহস্পতিবারও উত্তাল বিধানসভা, কালো কাপড় দেখিয়ে BJP বিধায়কদের বিক্ষোভ, ওয়াক আউট

WB Assembly: বৃহস্পতিবারও উত্তাল বিধানসভা, কালো কাপড় দেখিয়ে BJP বিধায়কদের বিক্ষোভ, ওয়াক আউট

উত্তপ্ত  বিধানসভার অধিবেশন। (টুইটার)

সন্দেশখালি ইস্যুতে গত সোমবার উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা। সন্দেশখালি নিয়ে স্লোগান লেখা গেঞ্জি পরে বিজেপি বিধায়করা বিধানসভায় আসেন।

শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়কের হেনস্থার প্রতিবাদের বৃহস্পতিবার উত্তাল হল বিধানসভা সভা। বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে এদিন অধিবেশনের শুরু থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে বিধায়করা। কালো কাপড় দেখিয়ে স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, সন্দেশখালি ইস্যুতে গত সোমবার উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা। সন্দেশখালি নিয়ে স্লোগান লেখা গেঞ্জি পরে বিজেপি বিধায়করা বিধানসভায় আসেন। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। স্পিকার বারণ করলেও তাঁরা শোনেননি। কাগজ ছুড়ে প্রতিবাদ জানা তাঁরা। এর পর স্পিকার শুভেন্দু অধিকারী সহ ৬ বিধায়ককে সাসপেন্ড করেন। বিরোধী দলনেতা ছাড়া সাসপেন্ড হন অগ্নিমিত্রা পাল, তাপসী মন্ডল, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ এবং মিহির গোস্বামী। বাজেট অধিবেশন পর্যন্ত তাঁদের সাসপেন্ড করা হয়।

এরই প্রতিবাধে বিধানসভার মধ্যে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্লোগানে স্লোগানে উতপ্ত হয়ে ওঠে বিধানসভা।

পড়ুন। সন্দেশখালিতে পাট্টার জমি রেকর্ড হবে, দুটি তদন্ত কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস

পড়ুন। ‘সন্দেশখালিকে নন্দীগ্রাম বানাবই !’ বিজেপির বিধায়কের ফোন রেকডিং প্রকাশ্যে আনল TMC

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গা। তিনি বলেন, 'বারবার বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন এটা কী করে হয়। এভাবে সভার কাজ সঠিক ভাবে চালানো সম্ভব নয়। এটা ঠিক নয়।'

এর পর স্পিকার কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু বিজেপি বিধায়কদের স্লোগানের চাপে তিনি আর বলতে পারেননি।

বিজেপি বিধায়করা কালো কাপড় নিয়ে লাগাতার স্লোগান দিতে থাকেন।

স্পিকার বারবার বারণ করলেও তাঁরা শোনেনি। তিনি বলেন, 'বিধানসভার মধ্যে এ রকম আচারণ করবেন না।' কিন্তু বিজেপি বিধায়করা থামেননি। তাঁরা বিক্ষোভ চালিয়ে গিয়েছেন। পরে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

বাইরে বিক্ষোভে শুভেন্দুরা

বৃহস্পতিবার অধিবেশনের শুরু থেকেই বিধানসভার মূল ভবনের বাইরে সিঁড়িতে বসে সাসপেনশন তোলার দাবিতে বিক্ষোভ দেখান শুভেন্দু সহ ছয় বিধায়ক। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্নায় বসেন তাঁরা। বিধানসভার ভিতর কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির অন্য বিধায়করা। পরে তাঁরা ওয়াকআউট করে শুভেন্দু অধিকারীদের সঙ্গে এসে বসেন।

সন্দেশখালি যাবেন বিজেপি বিধায়করা

শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা ছাড়াও আজ সন্দেশখালি যাওয়ার কথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং বামেদেরও। এছাড়া তফশিল কমিশনের সদস্যরাও তদন্ত অনুসন্ধানে যাবেন ওই এলাকায়। এর ফলে অশান্ত হয়ে উঠতে পারে এলাকা। তাই আগেভাগেই বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা।

বাংলার মুখ খবর

Latest News

পাকিস্তানে বন্ধ উবার পরিষেবা! কারণ জানাল অ্যাপ ক্যাব সংস্থা Video: জমিয়ে চলল বাজনা! মহুয়ার হাত ধরে নাচে মাতলেন মমতা AICTE কেরিয়ার পোর্টাল চালু করেছে, ৩০ লক্ষ পড়ুয়া এই সুবিধাগুলি পাবেন কল্যাণের সভায় দীপ্সিতাকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ করায় সিপিএম কর্মীকে মারধর Candidate rides buffalo: মোষে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন প্রার্থী! কোথায় ঘটল? এবারের আইপিএলে কোন কোন ম্যাচে সবচেয়ে বেশি ছয় মেরেছে ব্যাটাররা, দেখুন শাক্সগাম উপত্যকায় চিনের রাস্তা! সরেজমিনে খতিয়ে দেখবে ভারতীয় সেনা স্কুলকে অনুদান দেওয়ার নামে মিথ্যে প্রচারের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, সরব তৃণমূল পুরুলিয়ায় BJP প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা, SDO-কে ধাক্কা রাহুলের ৪০০ গ্রাম সোনা রয়েছে সুজাতার, সৌমিত্রর আছে ৯০, সম্পত্তির দিক দিয়ে এগিয়ে কে?

Latest IPL News

'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.