বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sandeshkhali protest: ‘সন্দেশখালিকে নন্দীগ্রাম বানাবই !’ ‘বিজেপির বিধায়কের’ ফোন রেকর্ডিং প্রকাশ্যে আনল TMC

Sandeshkhali protest: ‘সন্দেশখালিকে নন্দীগ্রাম বানাবই !’ ‘বিজেপির বিধায়কের’ ফোন রেকর্ডিং প্রকাশ্যে আনল TMC

সন্দেশখালিতে বিক্ষোভে মহিলারা

এমন দিনে এই অডিয়ো প্রকাশ করেছে তৃণমূল, যেদিন আবারও বিরোধী দলনেতার নেতৃত্বে ৩০ জন বিধায়ক সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেছেন।

সন্দেশখালির বিক্ষোভ কী সিঙ্গুর নন্দীগ্রামের মতো হতে পারে? প্রশ্ন কর্তার জবাবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (তৃণমূলের দাবি) বলছেন, ‘অবশ্যই! আমরা চেষ্টা করছি। আমরা প্ল্যান করছি কী ভাবে তা করা যায়।’ 

এক্স হ্যান্ডেলে একটি ফোনের কথোপকথন প্রকাশ করেছে তৃণমূল। তাদের দাবি অনুযায়ী, ফোন অডিয়োর কথোপকথন অগ্নিমিত্রা পালে সঙ্গে দিল্লির কোনও নেতার। এই অডিয়োর সত্যতা যাচাই করে হিন্দুস্তান টাইমস বাংলা। যে কথোপকথনে অগ্নিমাত্র পাল জানাচ্ছেন বিজেপি বিধায়করা সন্দেশখালি যাচ্ছেন। তখন ফোনের ওপারে থাকা ব্যক্তি উপরের প্রশ্নটি করছেন। 

ফোন রেকর্ডিং প্রকাশ করে তৃণমূলের বক্তব্য, ‘আমরা ভাবছি কেন হঠাৎ করে জাতীয় নেতৃত্বে (বিজেপির) এখানে এসে মহিলা নিরাপত্তা নিয়ে কুম্ভিরাশ্রু বিসর্জন করছেন। অসাবধানতা বশত প্রকাশ হয়ে যায়ও বিজেপি বিধায়কের ফোন থেকে স্পষ্ট প্রচারে আলোয় নিয়ে যেতে সন্দেশখালিকে সিঙ্গুর নন্দীগ্রামের মতো তৈরির চেষ্টা করেছি বিজেপি। কখন কখনও আশা এবং নির্বুদ্ধিতা একই জিনিস হয়ে ওঠে।’

যদিও এই অডিয়ো নিয়ে বিজেপির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত এমন দিনে এই অডিয়ো প্রকাশ করেছে তৃণমূল, যেদিন আবারও বিরোধী দলনেতার নেতৃত্বে ৩০ জন বিধায়ক সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেছেন। বিধানসভা থেকেই তাঁরা সন্দেশখালি রওনা দেবেন। এর আগে মঙ্গলবার তাঁর সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পার্কস্ট্রিট কাছেই বিজেপি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ।

বুধবার বিজেপির রাজ্য সভাপতি সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি বসিরহাট থেকে সন্দেশখালি রওনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বসিরহাটেই তাঁকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি তিনি অসুস্থ হয়ে পড়েন।

একইদিনে সন্দেশখালি অভিযান বাম-বিজেপি-কংগ্রেসের

শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা ছাড়াও আজ সন্দেশখালি যাওয়ার কথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং বামেদেরও। এছাড়া তফশিল কমিশনের সদস্যরাও তদন্ত অনুসন্ধানে যাবেন ওই এলাকায়। এর ফলে অশান্ত হয়ে উঠতে পারে এলাকা। তাই আগেভাগেই বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা।

বিরোধী দলনেতার দাবি, তাঁদের সন্দেশখালি অভিযান বাতিলের আর্জি জানিয়ে তাঁকে মেল করেছেন এসপি। কারণ হিসেবে বলা হয়েছে ১৪৪ ধারা জারি রয়েছে সন্দেশখালির বিভিন্ন এলাকা। তবে অবস্থানে অনড় বিরোধী দলনেতা। শুভেন্দু জানিয়েছে, যে সব এলাকায় ১৪৪ ধারা জারি নেই সেখানেই যাবেন তাঁরা।

এ সবের মাঝে এই অডিয়ো রেকর্ডিং নতুন করে বিতর্ক উস্কে দিল।

 

 

বাংলার মুখ খবর

Latest News

'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা Bournemouth vs Luton Town Live Score, Bournemouth 4-3 Luton Town EPL 2023 বাড়িতে ফ্রিজ নেই? চিন্তা করবেন না, এবার সহজেই পেয়ে যান ঠান্ডা জল হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল ‘ভারত বিশ্বের প্রাণবন্ত গণতন্ত্র,’ মোদীর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ আমেরিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিয়েই প্রয়াত বৃদ্ধা, মৃত্যুর মুখে করলেন ইচ্ছাপূরণ অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার নয়া সপ্তাহেই গভীর নিম্নচাপ তৈরি! ঘূর্ণিঝড় হবে? তার আগেই শুরু ঝড়-বৃষ্টি বাংলায় আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল স্কুলের মাঠে কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন কামিন্স, করতে হল কিপিংও- ভিডিয়ো

Latest IPL News

'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল স্কুলের মাঠে কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন কামিন্স, করতে হল কিপিংও- ভিডিয়ো সংখ্যাতত্ত্বে বিরাটদের এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার, বলছেন ১৮ মে খুব পয়া ওদের ৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোহিত CSK-র রায়নার বড় ভূমিকা ছিল তাঁর কেরিয়ার গড়ার ক্ষেত্রে, ফাঁস করলেন RCB-র বিরাট কোহলির বিরাট হয়ে ওঠার পিছনে বড় অবদান রয়েছে ধোনির, দাবি সুনীল গাভাসকরের শেষ ম্যাচে নেতা বদলাচ্ছে পঞ্জাব কিংস, নতুন ক্যাপ্টেন বেছে নিল প্রীতি জিন্টার দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.