বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মুকুলের বিরুদ্ধে দলত্যাগ আইন প্রয়োগের দাবিতে এমাসেই আদালতে যাচ্ছে বিজেপি

মুকুলের বিরুদ্ধে দলত্যাগ আইন প্রয়োগের দাবিতে এমাসেই আদালতে যাচ্ছে বিজেপি

শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

মনোনয়ন পেশের সময় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে করোনাবিধি ভাঙার যে অভিযোগ উঠেছে তাতে শুভেন্দুবাবু বলেন, ‘প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রার্থীপদ নিয়ে মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে।

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন প্রয়োগের দাবিতে এমাসেই আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। বুধবার এমনই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর এব্যাপারে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘দেশের সমস্ত বিধানসভায় দলত্যাগবিরোধী আইন কার্যকর হয়। পশ্চিমবঙ্গে গত সাড়ে ১০ বছরে কোনও দলত্যাগবিরোধী আইন কার্যকর হয়নি। গতবার ৫০ জন বিধায়ক এদিক ওদিক হয়েছে। এবার এখনো পর্যন্ত ৪ জন বিধায়ক এদিক ওদিক করেছেন। দলত্যাগবিরোধী আইন কার্যকর হয়নি। মণিপুর বিধানসভার একটি মামলায় আদালত নির্দেশ দিয়েছিল অধ্যক্ষকে ৩ মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সেই তিন মাসও পার হয়ে গিয়েছে। আগামী ২৩ তারিখ মুকুল রায়ের বিষয়ে শুনানি রয়েছে। সেদিন সিদ্ধান্ত না হলে ২৪ তারিখ আমরা আদালতে যাব।’

মনোনয়ন পেশের সময় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে করোনাবিধি ভাঙার যে অভিযোগ উঠেছে তাতে শুভেন্দুবাবু বলেন, ‘প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রার্থীপদ নিয়ে মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। উনি পুজো দিতে গেলেও রাস্তার দুধারে মানুষ উপচে পড়ছে। উনি যখন মনোনয়ন পেশ করতে গিয়েছিলেন ওনার সঙ্গে গাড়িতে ছিলাম শুধু আমি। বাকিরা আগে থেকেই সার্ভে বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন। বাইরে মানুষ ভিড় করলে তার দায় পুলিশের।’

 

বন্ধ করুন