বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করল প্রেমিক, পুলিশের কাজে অখুশি আদালত

তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করল প্রেমিক, পুলিশের কাজে অখুশি আদালত

তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করল প্রেমিক, পদক্ষেপ না করায় পুলিশকে ভর্ৎসনা আদালতের। প্রতীকী ছবি। (HT_PRINT)

মামলার বয়ান অনুযায়ী, হাওড়ার গোলাবাড়ি এলাকার বাসিন্দা অভিযোগকারিণী ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল এক যুবকের।

অশ্লীল ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ পাওয়ার পরেও ব্যবস্থা নেয়নি সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তকারীদের এমন ভূমিকায় বেজায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। অভিযোগ পাওয়ার পরেও পুলিশ ব্যবস্থা না নেওয়ায় কার্যত হাইকোর্টের রোষের মুখে পড়তে হয় পুলিশকে। এই ঘটনার তদন্তের জন্য শেষে হাওড়ার পুলিশ কমিশনারকেই দায়িত্ব দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

মামলার বয়ান অনুযায়ী, হাওড়ার গোলাবাড়ি এলাকার বাসিন্দা অভিযোগকারিণী ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল এক যুবকের। প্রথমে তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই ছিল। পরে অবশ্য তাদের মধ্যে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। প্রায় দু'বছর আগে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সেই সময় সম্পর্কে থাকাকালীন তরুণীর গোপন মুহূর্তের কিছু ছবি প্রেমিকের কাছে ছিল। পরেও সেই ছবি ছিল ওই যুবকের কাছে। অভিযোগ এখন হঠাৎ করে সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে ওই যুবক। পরে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়।

এই ঘটনায় তরুণী স্থানীয় থানার সাইবার ক্রাইমে অভিযোগ জানান। কিন্তু সেই অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কোনও রকমের পদক্ষেপ করেনি বলে অভিযোগ তরুণীর। এরপরই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আগামী ২২ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। পরবর্তী শুনানিতে মামলার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের আধিকারিকদের সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বন্ধ করুন