বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TET 2014: ২০১৪ টেটের সকলকে ৬ নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হবে: হাইকোর্ট

TET 2014: ২০১৪ টেটের সকলকে ৬ নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হবে: হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

২০১৪ সালের প্রাথমিকের ফল প্রকাশ হয় ২০১৫ সালে। তবে ৬টি প্রশ্ন ভুল থাকায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে আদালত। এরপর কমিটি রিপোর্টের ভিত্তিতে জানা যায়, প্রশ্ন ভুল ছিল।

২০১৪ সালের টেটে ৬টি প্রশ্নপত্র ভুল থাকায় তার ভিত্তিতে সমস্ত প্রার্থীকে নম্বর দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সেই সক্রান্ত মামলায় সমস্ত প্রার্থীকে নম্বর দেওয়া নিয়ে এবার প্রশ্ন তুলল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সমস্ত পরীক্ষার্থীকে ৬ নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব পড়বে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এছাড়াও সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিকের ফল প্রকাশ হয় ২০১৫ সালে। তবে ৬টি প্রশ্ন ভুল থাকায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে আদালত। এরপর কমিটি রিপোর্টের ভিত্তিতে জানা যায়, প্রশ্ন ভুল ছিল। তার ভিত্তিতে মামলাকারীদের ৬৫ নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। পরে বেশ কিছু প্রার্থী বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেই সময় মামলা উঠেছিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। তাদের দাবি ছিল, শুধুমাত্র মামলাকারীরা কেন নম্বর পাবে? সেক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সকলকে নম্বর দিতে হবে। যদিও সেই মামলা খারিজ করে দিয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। পরে প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাইকোর্টের ফেরত পাঠিয়ে দেয়। ১৩ এপ্রিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৬টি ভুল প্রশ্নের জন্য প্রত্যেক পরীক্ষার্থী বাড়তি নম্বর দিতেই হবে।

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তাতে প্রধান বিচারপতি জানতে চান ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ার কোন অংশ নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে? কারণ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ৪২ হাজারের বেশি নিয়োগ হয়েছে। এক্ষেত্রে ২৬৯ জনের বেআইনি নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত করছে নাকি পুরো নিউ প্রক্রিয়া নিয়ে তদন্ত চালাচ্ছে? তার ভিত্তিতে এদিন সিবিআইকে রিপোর্ট জমা দিতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন