বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শূন্য পেয়েও SSC গ্রুপ ডি-তে মেধাতালিকা ‘আলো করে’ বসে আছেন ১০ জন, জানাল সিবিআই

শূন্য পেয়েও SSC গ্রুপ ডি-তে মেধাতালিকা ‘আলো করে’ বসে আছেন ১০ জন, জানাল সিবিআই

আচার্য সদন। ফাইল ছবি

সিবিআইয়ের বিস্ফোরক দাবি, এই ৫০ জনকে নিয়োগ দিয়ে ভুয়ো OMR শিট তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন। আসল OMR শিট গোপন করে প্রকাশ্যে আনা হয়েছে নকল OMR শিট।

SSC-র নবম দশমের পর এবার প্রকাশ্যে এল গ্রুপ ডি পরীক্ষার ওএমআর শিট। আর তাতে দেখা যাচ্ছে, শূন্য পেয়েও অনেকে রয়েছেন মেধাতালিকায়। সিবিআই তদন্তে উঠে এসেছে এই তথ্য। মামলাকারীদের হাতে সেই মেধাতালিকা ও OMR শিট তুলে দিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। তাতে সবার চক্ষু চড়কগাছ।

নবম – দশম নিয়োগ দুর্নীতিতে শূন্য পেয়েও অন্তত ১০ জন নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে CBI. প্রকাশ্যে এসেছে তাদের OMR শিট। গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি হয়েছে তার থেকে ১ কাঠি ওপরে। এখানে শূন্য যারা পেয়েছেন তারা শুধু নিয়োগই পাননি, মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন তাঁরা।

মামলাকারীদের হাতে আসা সিবিআইয়ের তথ্য অনুসারে আপাতত ৫০ জনের তালিকা পেয়েছেন তদন্তকারীরা। রাজ্যের বিভিন্ন জেলার এই প্রার্থীরা প্রত্যেকেই পরীক্ষায় শূন্য পেয়েছেন। অথচ এসএসির খাতায় তাদের প্রত্যেকের নম্বর ৪৩। এদের প্রত্যেকেই নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ। এমনকী এদের মধ্যে অনেকের নাম সংশ্লিষ্ট জেলার মেধাতালিকায় রয়েছে।

সিবিআইয়ের বিস্ফোরক দাবি, এই ৫০ জনকে নিয়োগ দিয়ে ভুয়ো OMR শিট তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন। আসল OMR শিট গোপন করে প্রকাশ্যে আনা হয়েছে নকল OMR শিট। কিন্তু গাজিয়াবাদ থেকে উদ্ধার হার্ড ডিস্ক থেকে ফাঁস হয়ে গিয়েছে সব জারিজুরি। শুধু মেধাতালিকা নয়, ওয়েটিং লিস্টেও এভাবে কারচুপি হয়েছে বলে অভিযোগ।

তালিকা অনুসারে, দক্ষিণ দিনাজপুর ও হাওড়ায় ৭ জন করে শূন্য পেয়েছেন। তাদের মধ্যে দক্ষিণ দিনাজপুরে ১ জন মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। বাঁকুড়ায় শূন্য পেয়ে চাকরি পেয়েছেন ৬ জন। তাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ১ জন। বীরভূমে ৩ জন শূন্য পেয়ে চাকরি পেয়েছেন। তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন ১ জন। হুগলিতে শূন্য পেয়ে চাকরি পেয়েছেন ৩ জন। তাদের মধ্যে ২ জন প্রথম ও দ্বিতীয় স্থান আলো করে রয়েছেন। মালদায় সর্বোচ্চ ১৫ জন শূন্য পেয়েছেন। এছাড়া কোচবিহারে শূন্য পেয়েছেন ২ জন।

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আমরা আগে থেকেই বলছি ব্যাপক দুর্নীতি হয়েছে। কয়েকদিনের মধ্যেই সব প্রকাশ্যে আসবে।’

 

বাংলার মুখ খবর

Latest News

একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! দুই শালিকে তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা? আরজি কর আবহে ফের উঠে এল ধনঞ্জয়ের ফাঁসির কথা, মামলা কি 'রিওপেন' হবে? পিতৃপক্ষে এই ২ গাছে করুন জল নিবেদন ও পুজো, পূর্বপুরুষদের কৃপায় আসবে সমৃদ্ধি মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বারবার শেষ ধাপে হোঁচট, কীভাবে বদলাবে প্রবণতা, জানালেন হরমনপ্রীত সেই রাতে সঞ্জয় ছাড়া আরও 'অনেক সন্দেহভাজন' ছিল আরজি করে, নয়া সূত্র CBI-এর হাতে মাঠে আমার থেকে বেশি ঝগড়া করো তুমি, কোহলির তির তাঁর দিকেই ঘোরালেন গম্ভীর- ভিডিয়ো শোতে ‘আর কবে’ গাওয়ার আবদার! ভক্তের কথায় মিষ্টি মুখে বিদ্রুপ অরিজিতের, বললেন... 'ডাক্তারদের দাবি ন্যায্য...', আরজি কর কাণ্ডে জবাবদিহি চেয়ে কড়া বার্তা অভিষেকের ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.