আগেই গোটা একটি থানাকে ‘কনটেনমেন্ট জোন’ বা সংক্রামক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার দুটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানকেও ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করল কলকাতা পুরনিগম।
শনিবার বিকেলে রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, রামনগরে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেডের (জিআরএসই) অফিসকে ‘কনটেনমেন্ট জোন’-এর তালিকায় রাখা হয়েছে। সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, জাহাজ নির্মাণকারী এই কেন্দ্রীয় সরকারি সংস্থায় মোতায়েন এক সিআইএসএফ জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, খিদিরপুরে আইএনএস নেতাজি সুভাষের এক নম্বর বেসকে সংক্রামক এলাকার তালিকায় রাখা হয়েছে। নৌবাহিনীর লজিস্টিক্স হাবের দুই নাবিকের সম্প্রতি করোনা পরীক্ষা হয়েছে। তখন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, তাঁদের ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিয়েছিল। কোনওরকম ঝুঁকি না নিয়ে দুই নাবিকের করোনা পরীক্ষা করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে দুই নাবিকের করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে এখনও কিছু জানানো হয়নি।