বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সৌদির কার্গো বিমানের কাচে চিড়, জরুরী অবতরণ কলকাতা বিমানবন্দরে

সৌদির কার্গো বিমানের কাচে চিড়, জরুরী অবতরণ কলকাতা বিমানবন্দরে

কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ বিমানের। প্রতীকী ছবি  (HT_PRINT)

শনিবার ১১টা ৩৭ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে বিমানবন্দরে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। মূলত আপৎকালীন পরিস্থিতিতে বিমানটি যাতে নিরাপদে নামতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়।

বিরাট বিপদের হাত থেকে রক্ষা পেল বিমান। জরুরী অবতরণ করল কলকাতা বিমানবন্দরে। হয়তো বিরাট বিপদ হতে পারত। কিন্তু সকলেই নিরাপদে রয়েছেন। ঠিক কী হয়েছিল ঘটনাটি?

এটি একটি কার্গো বিমান ছিল। সৌদি আরবের বিমান সংস্থার ওই বিমানটি মালপত্র নিয়ে হংকংয়ের দিকে যাচ্ছিল। এদিকে মাঝ আকাশেই বিমানের সামনে কাঁচে চিড় ধরেছে বলে বোঝা যায়। এরপর আর কোনও ঝুঁকি নেয়নি সংশ্লিষ্ট বিমান। তারা দ্রুত কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে। এরপরই শনিবার সকালে কলকাতা বিমানবন্দরেই জরুরী অবতরণ করে হংকংগামী ওই বিমান।

এদিকে শনিবার ১১টা ৩৭ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে বিমানবন্দরে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। মূলত আপৎকালীন পরিস্থিতিতে বিমানটি যাতে নিরাপদে নামতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়। এরপর বেলা ১২টা ২ মিনিট নাগাদ সৌদির ওই বিমান কলকাতা বিমানবন্দরের মাটি স্পর্শ করে। এরপরই বিমান বন্দরে জরুরী অবস্থা প্রত্যাহার করা হয়।

এদিকে অভিজ্ঞ মহলের মতে, এভাবে বিমানের উইন্ড স্ক্রিনে চিড় ধরলে বড় ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু বিমানের স্টাফরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপর বিমানবন্দরের তরফে জরুরীকালীন সব ব্যবস্থা নেওয়া হয়।

সূত্রের খবর, বিমানটি শনিবার জেড্ডা থেকে হংকংয়ের দিকে রওনা দিয়েছিল। বিমানে ৪জন কর্মী ছিলেন। মাঝ আকাশে যাওয়ার পরে তাঁরা বুঝতে পারেন উইন্ড স্ক্রিনের কাঁচে চিড় ধরেছে। এটা আঁচ করেই তারা দ্রুত কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে। এরপরই কলকাতা বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়।

তবে সবথেকে স্বস্তির বিষয়টি হল এদিন বিমানটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে নামে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এদিন কলকাতা বিমানবন্দরে ফুল এমার্জেন্সি জারি করা হয়েছিল। পরে নিয়ম মেনেই জেড্ডা-হংকং কার্গো বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এরপর কলকাতা বিমান বন্দরে জরুরী অবস্থা প্রত্যাহার করা হয়।

 

বন্ধ করুন