HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আতঙ্ক ও বিভ্রান্ত ধারণায় সিলিন্ডার মজুতই অক্সিজেন ঘাটতির কারণ !‌

আতঙ্ক ও বিভ্রান্ত ধারণায় সিলিন্ডার মজুতই অক্সিজেন ঘাটতির কারণ !‌

করোনা যে এতবড় আকার ধারন করবে, তা আগে থেকে তাঁরা কেউই আঁচ করতে পারেননি। তার উপরে একাংশ নাগরিকদের মধ্যে অকারণে আতঙ্ক ছড়িয়েছে। এছাড়াও তাঁদের ভ্রান্ত ধারণাও এই ঘাটতির পিছনে অন্যতম মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আতঙ্ক ও বিভ্রান্ত ধারণায় সিলিন্ডার মজুতই অক্সিজেন ঘাটতির কারণ !‌ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

যথেষ্ট পরিমাণে সিলিন্ডার মজুত থাকার সত্ত্বেও কেন এরাজ্যে এতটা অক্সিজেনের ঘাটতি দেখা দিল? ‌এর নেপথ্যেই বা কারণ কী?‌ সেই তথ্যগুলোই খোলসা করে জানিয়েছেন চিকিৎসক ও সিলিন্ডার ব্যবসায়ীরা। তাঁরা বার বার দাবি করছেন, এ রাজ্যে যে পরিমাণে অক্সিজেন উৎপাদন হয়, বা তাদের কাছে মজুত আছে, তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট। শুধু তাই নয়, তাঁরা অক্সিজেনের চাহিদা মেটাতেও সক্ষম।

তাঁদের দাবি, করোনা যে এতবড় আকার ধারন করবে, তা আগে থেকে তাঁরা কেউই আঁচ করতে পারেননি। তার উপরে একাংশ নাগরিকদের মধ্যে অকারণে আতঙ্ক ছড়িয়েছে। এছাড়াও তাঁদের ভ্রান্ত ধারণাও এই ঘাটতির পিছনে অন্যতম মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এপ্রসঙ্গে ‘অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স’-এর সাধারণ সম্পাদক মানস গুমটার দাবি, ‘নাগরিকদের একাংশের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, তাঁদের দরকার না—থাকার সত্ত্বেও পরে পাওয়া যাবে কি না—এই আতঙ্কে অক্সিজেন সিলিন্ডার কিনে ঘরে তুলে রাখছেন। ফলে, সেগুলো এক জায়গায় মজুত হয়ে যাচ্ছ। সেই সিলিন্ডারগুলো খালি না—হওয়া পর্যন্ত রিফিল করা যাচ্ছে না। কারণ, কোনও হাসপাতালে সিলিন্ডার থাকলে, ফের সেগুলোতে অক্সিজেন ভরার সুযোগ থাকত। কিন্তু এক্ষেত্রে স্রেফ সিলিন্ডারের অভাবে অক্সিজেন থাকার সত্ত্বেও তা ভরে সরবরাহ করা যাচ্ছে না।’‌

মানসবাবুর দাবি, মানুষের এই আতঙ্ক কাটানোর দায়িত্ব কেন্দ্র ও রাজ্য প্রশাসনের।

আগাম আঁচ না—পাওয়ায়, এবার প্রায় সব পক্ষেরই পরিকল্পনার ঘাটতি ছিল। ফলে, ডিলাররাও বাড়তি সিলিন্ডারের বরাত দেননি। তার উপর আতঙ্কে বাড়িতে বা কতিপয় হাসপাতালেও সিলিন্ডার মজুত করার প্রবণতার কারণে সিলিন্ডার আটকে গিয়েছে।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, এ রাজ্যে সিলিন্ডার তৈরি হয় না। মূলত এখানকার ডিলারেরা তা উত্তর ভারত থেকেই আনেন। সম্প্রতি বাড়তি সিলিন্ডারের বরাত দেওয়া হলেও স্বাভাবিক ভাবেই তা সহজে পাওয়া যাচ্ছে না।

এক্ষেত্রে যে বাড়তি পুঁজির দরকার হয়, তারও কিছুটা সমস্যা রয়েছে। কিছু বড় উৎপাদনকারী সংস্থা লিকুইড ট্যাঙ্ক, সিলিন্ডার, সিলিন্ডার জোগানের গাড়ি, সব ক্ষেত্রেই একসঙ্গে লগ্নি করেন। তারা নিজেরাও সরাসরি হাসপাতালকে অক্সিজেন বিক্রি করে। আবার অনেক সংস্থা বা ডিলারেরা সেই হারে টাকা ঢালেন না। তারা বড় উৎপাদনকারী থেকে কিনে হাসপাতাল, নার্সিংহোম, ওষুধের দোকান, অ্যাম্বুল্যান্স সংস্থা, কিংবা অনুমোদিত অক্সিজেন জোগানের ব্যবসায় যুক্তদের তা বিক্রি করেন। আবার এই ক্ষুদ্র ব্যাবসায়ীরা ডিলারদের কাছে থেকেই সিলিন্ডারের গ্যাস ভরিয়ে নিয়ে যান। এখন হঠাৎ চাহিদা বাড়ায়, কোথাও কোথাও সেই হারে বাড়তি পরিকাঠামো বাড়ানোর পুঁজির জোগানে টান পড়ছে।

বাংলার মুখ খবর

Latest News

প্লেন কিনতে চান শাহরুখ, বাঁকা মন্তব্য কমল হাসানের ‘সবকিছু জানার পরেও মোদী কেন চুপ’ প্রজ্জ্বলের যৌন কেলেঙ্কারি নিয়ে বিঁধলেন রাহুল Smart TV Facts: স্মার্ট টিভি কেনার আগে এই বিষয়গুলো জেনে রাখা জরুরি যোগীর সভায় যাওয়ায় বিজেপি নেতাকে মারধর, মাকে টুঁটি চেপে ফেলে দেওয়ার অভিযোগ বলিউডকে সুরের খেয়ায় ভাসাতে তৈরি নেক্সট জেন, চিনুন শান, পলাশ, দালেরের সন্তানদের যৌতুক না দিয়ে মেয়ে করেছে ডিভোর্স, ঢোল বাজিয়ে ঘরে ফেরালেন বাবা, ভাইরাল ভিডিয়ো মাঝ আকাশে সংজ্ঞাহীন যাত্রী, নাটকেও শেষ রক্ষা হল না, ব্যাগ থেকে মিলল ১ কোটির সোনা তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের অতিরিক্ত গরমেও প্রতিদিন পাতে একটি করে ডিম, কতটা স্বাস্থ্যকর? জানালেন বিশেষজ্ঞরা 'রেডি' বন্দে ভারত মেট্রো! প্রকাশ্যে ‘ফার্স্ট লুক’, কবে ও কোন রুটে প্রথম ছুটবে?

Latest IPL News

তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের জামাই আদর পাচ্ছেন IPL-এ, সেই ইংরেজ তারকাই কপাল পোড়াচ্ছে KKR, RR-র T20 World Cup-IPL থেকে ছিটকে যাওয়া টিমের প্লেয়াররা ২১ মে পাড়ি দেবেন আমেরিকায় পাওয়াপ প্লে-তে একাধিক উইকেট হারিয়েই চাপ বাড়িয়েছি-রোহিতদের দোষারোপ করলেন হার্দিক T20 Wcup- Rohit, Virat নয়, এই ক্রিকেটারের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, বললেন ফ্লেমিং WC থেকে বাদ পড়া রিঙ্কুকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে শাহরুখ, মহানুভবতায় মুগ্ধ ভক্তরা IPL 2024- আবার চোট মায়াঙ্কের, দুশ্চিন্তায় LSG-র কোচ ল্যাঙ্গার ‘মিষ্টি ও বাজি কিনে এনেছিলাম….’, রিঙ্কু বিশ্বকাপের দলে না থাকায় হৃদয় ভাঙল বাবার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.