কলকাতা পুরভোটে তৃণমূলের জয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াকে কটাক্ষ করল বামেরা। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘গণতন্ত্রের উৎসব নয়, গণতন্ত্রের নিধন হয়েছে এই পুরভোটে।’
মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল প্রকাশের পর দেখা যায় বামেদের ঝুলিতে এসেছে মাত্র ২টি আসন। তৃণমূল পেয়েছে ১৪৪টির মধ্যে ১৩৪টি আসন। এর পর এই নির্বাচনকে ‘গণতন্ত্রের জয়’ বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রবীনবাবু বলেন, ‘এটা গণতন্ত্রের উৎসব নয়, গণতন্ত্রের জয় নয়। ২০১১ সাল থেকে গণতন্ত্র নিধনের যে যজ্ঞ শুরু হয়েছে এটা তারই একটা অংশ।’ তাঁর সংযোজন, ‘নির্বাচনে বিরোধীদের ওপরে যে ভাবে অকথ্য অত্যাচার হয়েছে তার বিচার আগামী দিনে সাধারণ মানুষ করবে।’
যদিও নির্বাচনের ফল নিয়ে সিপিএমকে আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি, কলকাতা পুর নির্বাচনে বামেদের হয়ে ছাপ্পা দিয়েছে তৃণমূল। রাজ্যে প্রকৃত বিরোধী কে এই নিয়ে মানুষের মনে ধোঁয়াশা তৈরি করতেই তৃণমূল পরিকল্পনামাফিক এই কাজ করেছে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল প্রকাশের পর বলেন, ‘সিপিএম নো-পাত্তা, বিজেপি ভোকাট্টা।’