বিরোধীদের অভিযোগের ভিত্তিতে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারি অমিত রায়চৌধুরীকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। শুক্রবার তাঁর জায়গায় দায়িত্বে এলেন দিব্যেন্দু দাস। তিনি বর্তমানে রাজ্যের পরিবহণ দফতরের ডিরেক্টরের পদে ছিলেন। বিজ্ঞপ্তি জারি করে এই আইএএস আধিকারিককে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন।
গত সোমবার অমিত রায়চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কমিশন। সরিয়ে দেওয়া হয় রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক রাহুল নাথকেও। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুজনেই ডব্লিউবিসিএস অফিসার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, দুই অফিসারই পক্ষপাতদুষ্ট। দীর্ঘদিন ধরে তাঁরা নির্বাচন কমিশনের শীর্ষপদে রয়েছেন। তাঁর অভিযোগ, এই দুই আধিকারিক শাসকদলের ঘনিষ্ঠও বটে। তাঁরা দায়িত্বে থাকলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে। এই অভিযোগ আসার পরই দুজনকে সরিয়ে দেয় কমিশন। সেই জায়গায় দিব্যেন্দু দাসকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব দেওয়া হল।
আরও পড়ুন। বাংলার ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করার সিদ্ধান্ত, ব্যবহার করা হবে এআই প্রযুক্তি
নবান্নের কাছে তাঁদের জায়গায় অন্য দুটি নাম চেয়ে পাঠায় কমিশন। শুক্রবার কমিশনে আসে দুটি নাম। এর মধ্যে থেকে পরিবহণ দফতরের ডিরেক্টর পদে কর্মরত দিব্যেন্দু দাসকে বেছে নেওয়া হয়।
আগেও একধিক রদবদল
রাজ্য ভোট ঘোষণা হওয়ার পর এর আগে একাধিক রদবদল হয়েছে। গত ১৮ মার্চ রাজীব কুমারকে সরিয়ে রাজ্যের ডিজিপি করা হয় বিবেক সহায়কে। পরদিনই আবার তাঁকে সরিয়ে দেওয়া হয়। বাংলার ডিজিপি হন আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়। এছাড়া দফায় দফায় রাজ্যের একাধিক পুলিশ সুপার ও জেলাশাসককে বদল করেছে কমিশন।
আরও পড়ুন। বসিরহাটে নিরাপদ, ডায়মন্ড হারবারে প্রতীক উর, বামেদের প্রার্থী তালিকায় আরও চমক
দফতরে এলেন অলোক সিনহা
প্রসঙ্গত, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এলেন পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা । পশ্চিমবঙ্গে কমিশনের বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত হবার পর এই প্রথম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এলেন তিনি। রাজ্যের প্রথম দফার নির্বাচন এর আগে আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে একটি বৈঠক করবেন অলোক রাজ। রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক সহ নির্বাচনের একাধিক আধিকারিকর এই বৈঠকে উপস্থিত থাকবেন ।
আরও পড়ুন। ক্ষমতায় এলে সমকামী বিয়েতে আইনি মান্যতা দিতে লড়বে কংগ্রেস, ভোট-প্রতিশ্রুতি রাহুলদের