শিল্পের নামে রাজ্যবাসীকে ২টি কুমিরছানা বারবার দেখাচ্ছেন বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে শিল্পের সম্ভাবনা নেই বললেই চলে।
বৃহস্পতিবার সকালে দিলীপবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি শিল্প সম্মেলনে ২টো করে কুমিরছানা দেখাচ্ছেন। বলছেন, তাজপুরে বন্দর হবে আর পাঁচামিতে খনি হবে। সেখানে লক্ষ লক্ষ চাকরি হবে। কিন্তু ২টোর কোনওটারই টেন্ডার এখনও হয়নি। আর আদানিরা হাত তুলে নিয়েছেন। বলেছেন, ওখানে বন্দর হওয়া সম্ভব নয়। এখন টেন্ডার ডাকা হচ্ছে। যদি টেন্ডারই দেন তাহলে আগে দেননি কেন? আদানিকে কেন ডেকেছিলেন? আদানি যেখানে হাত তুলে নিয়েছে আর কেউ হাত লাগাবে বলে মনে হয় না’।
দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপবাবু। তিনি বলেন, ‘তিনি দেউচা পাঁচামিতে কবে খোড়া হবে, কে খুড়বে, আদৌ লাভজনক হবে কি না খনি। সেটা এখনও নিশ্চিত নয়। যদি হয়ও, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে সম্ভাবনা নেই’।
বুধবার কলকাতায় শেষ হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে ২ দিনের বাণিজ্য সম্মেলন। শেষ দিন মুখ্যমন্ত্রী দাবি করেন, ২ দিনে রাজ্যে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এদিন দিলীপবাবু দাবি করেন, ‘বাণিজ্য সম্মেলনে কে কত টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন তা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী।’
প্রতি বারই রাজ্যের শিল্প সম্মেলনের পর বিনিয়োগের দাবি নিয়ে সংশয় প্রকাশ করে বিরোধীরা। শ্বেতপত্র প্রকাশ করে বাণিজ্য সম্মেলনের মাধ্যমে আসা প্রস্তাবের মধ্যে কতগুলি কার্যকর হয়েছে তা প্রকাশের দাবি জানায় তারা। কিন্তু এখনো সেই তথ্য স্বচ্ছ ভাবে জনগণের সামনে তুলে ধরতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারা আটকে রয়েছে শুধু দাবিতেই।