বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Techno City: সিআরপিএফ জওয়ানদের মেডিক্যাল টেস্ট করানোর নামে চিকিৎসককে প্রতারণা

Techno City: সিআরপিএফ জওয়ানদের মেডিক্যাল টেস্ট করানোর নামে চিকিৎসককে প্রতারণা

টেকনো সিটি থানা।

প্রতারক নিজেকে সিআরপিএফের আধিকারিক পরিচয় দিয়ে জওয়ানদের মেডিক্যাল টেস্টের জন্য চিকিৎসককে মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখায়। চিকিৎসক জানান, সিআরপিএফ জওয়ানদের মেডিক্যাল টেস্টের জন্য ৫৫ হাজার টাকা দেওয়ার কথা বলেছিল প্রতারক।

অভিনব কায়দায় প্রতারণা! খাস কলকাতার বুকে সিআরপিএফ আধিকারিক পরিচয় দিয়ে এক চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। ঘটনাটি টেকনো সিটি থানা এলাকার। ওই চিকিৎসকের নাম শিলাদিত্য গঙ্গোপাধ্যায়। তিনি নিউটনের বাসিন্দা। ঘটনায় টেকনোসিটি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক।

কীভাবে হল প্রতারণা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারক নিজেকে সিআরপিএফের আধিকারিক পরিচয় দিয়ে জওয়ানদের মেডিক্যাল টেস্টের জন্য চিকিৎসককে মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখায়। চিকিৎসক জানান, সিআরপিএফ জওয়ানদের মেডিক্যাল টেস্টের জন্য ৫৫ হাজার টাকা দেওয়ার কথা বলেছিল প্রতারক। বিষয়টি চিকিৎসকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রতারক জানায়, ৫৫ জন জওয়ান কলকাতা থেকে অন্যত্র চলে যাচ্ছে। সেই জন্য তাঁদের মেডিক্যাল টেস্টের প্রয়োজন রয়েছে। এর জন্য ওই চিকিৎসককে জওয়ানদের মেডিক্যাল টেস্ট করার জন্য আবেদন জানায় প্রতারক।

চিকিৎসকের অভিযোগ, ফোনে প্রতারকের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। তবে তিনি প্রথমে তা বুঝতে পারেননি। ওই ব্যক্তি নিজেকে ৯৮ নম্বর ব্যাটেলিয়ানের কর্মকর্তা বলে দাবি করেছিল। প্রত্যেক জওয়ানের মেডিক্যাল টেস্টের জন্য মাথাপিছু ১ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। সেই মতোই চিকিৎসকের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইডি কার্ড সহ যাবতীয় তথ্য হোয়াটস অ্যাপে চেয়ে পাঠানো হয় বলে অভিযোগ। আর তারপরেই চিকিৎসক দেখেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। বিষয়টি ততক্ষণে আর বুঝতে দেরি হয়নি চিকিৎসকের। তিনি সঙ্গে সঙ্গে টেকনো সিটি থানায় যান এবং সেখানে প্রতারণার অভিযোগ দায়ের করেন।চিকিৎসকের অভিযোগ এর পরেও তাঁর কাছে এই ধরনের ফোন আসে। এই ধরনের এই প্রতারণার সঙ্গে কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ।

বন্ধ করুন