বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে শহরে চলছে গাড়ি, দেড়শো’‌র বেশি পাকড়াও

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে শহরে চলছে গাড়ি, দেড়শো’‌র বেশি পাকড়াও

কড়া নজর রেখেছে ট্রাফিক পুলিশ।

এই পরিস্থিতিতে গত সপ্তাহে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য দেড়শোরও বেশি চালক পাকড়াও হয়েছে।

মদ্যপ গাড়িচালকদের বাড়বাড়ন্ত হয়েছে খাস কলকাতায়। এমন শতাধিক গাড়িচালককে পাকড়াও করেছে কলকাতা পুলিশ। কিন্তু তারপরও বিষয়টি থামছে না। বিশেষ করে রাতের কলকাতায় মদ্যপ গাড়িচালকদের তাণ্ডব বাড়ছে। ফলে পরিস্থিতি খারাপ হচ্ছে। যাত্রীদের অভিযোগও বাড়ছে তা নিয়ে। এই পরিস্থিতিতে গত সপ্তাহে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য দেড়শোরও বেশি চালক পাকড়াও হয়েছে।

পুলিশের রেকর্ড কী বলছে?‌ কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত ১৭২ জন মদ্যপ গাড়িচালককে পাকড়াও করা হয়েছে। এটা একটি রেকর্ডও বটে। ২০১৭ সালে এমন ঘটনা ঘটেছিল। এবার ২০২২ সালেও এমন ঘটনা ঘটল। এখন উৎসবের মরশুম নয়। সেখানে এমন ঘটনা ভাবিয়ে তুলেছে পুলিশ–প্রশাসনকে।

কোন এলাকায় এই প্রবণতা বেশি?‌ লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিট এলাকায় এই মদ্যপ গাড়িচালকরা বেশি পাকড়াও হয়েছে। এখানে ২০ জন মদ্যপ চালককে ধরা হয়। তারপরই রয়েছে চিংড়িঘাটা, যাদবপুর, রুবি, গড়িয়া এলাকা। এমনকী সিসিটিভি ফুটেজেও তা ধরা পড়েছে। শনিবার রাতেই ১০৫টি বেপরোয়া গাড়ির রিপোর্ট মিলেছে।

প্রাইভেট গাড়ি, মোটরবাইক এমনকী ট্যাক্সি পর্যন্ত মদ্যপ অবস্থায় চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রবণতা বজায় থাকলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে এই সব যানবাহন শহরে চলছে বলে পুলিশের রিপোর্টে উঠে এসেছে। রাতের শহরে চাই কড়া নজর রেখেছে ট্রাফিক পুলিশ।

বন্ধ করুন