দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হল কলকাতা ইস্ট-ও... more
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হল কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পরিষেবা। বৃহস্পতিবার নতুন মেট্রোপথে প্রথম দফার পরিষেবার চালু করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হল ইস্ট-ওয়েস্ট মেট্রো।
1/7প্রথম দফায় ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে সল্ট লেক সেক্টর ৫ থেকে সল্ট লেক স্টেডিয়াম পর্যন্ত ৫.৮ কিমি পথে।
2/7কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু থাকবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, প্রতি ২০ মিনিট অন্তর।
4/7যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের জন্য এমনই ছিংছাম অত্যাধুনিক ফিটিংস থাকছে নতুন রেকের ভিতরে।
5/7এই প্রথম দুর্ঘটনা এড়াতে কলকাতা মেট্রো রেল পরিষেবায় থাকছে নতুন সুবিধা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রতি স্টেশনের প্ল্যাটফর্মে বসানো হয়েছে স্ক্রিন ডোর।
6/7ইস্ট-ওয়েস্ট মেট্রোপথের প্রতিটি স্টেশন সাজানো হয়ে রুচিসম্মত বহির ও অন্দরসজ্জায়।
7/7ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় যাত্রীভাড়ার বিষয়ে এর আগে ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, প্রথম ২ কিমি পথের জন্য যাত্রীদের জনপ্রতি ভাড়া ধার্য করা হয়েছে ন্যূনতম ৫ টাকা।