বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নিউটাউনের আবাসন থেকে উদ্ধার টাকার স্তূপ, গেমিং অ্যাপ কাণ্ডে গ্রেফতার দুই

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার টাকার স্তূপ, গেমিং অ্যাপ কাণ্ডে গ্রেফতার দুই

উদ্ধার হল টাকার স্তূপ।

শুক্রবার নিউটাউনে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। ইডি দু’জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার কলকাতার ৯টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। বর্ষশেষের আগে জোরদার তল্লাশিতে নেমেছে ইডি। আলিপুর–সহ মানিকতলা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, বড়বাজার, ডালহৌসি, সল্টলেকে হানা দেয় অফিসাররা।

কেষ্টপুরের পর নিউটাউনের আবাসন থেকে উদ্ধার হল টাকার স্তূপ। ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ কাণ্ডে আজ, শুক্রবার কলকাতা থেকে দু’‌জনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। গ্রেফতার হওয়া দু’‌জনের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকাও। তবে এই দু’‌জনই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে ইডি সূত্রে খবর। বুধবার কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় সংস্থা উদ্ধার করেছিল প্রায় দু’কোটি টাকা নগদ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিউটাউন থেকে এবার দু’জনকে গ্রেফতার করল ইডি।

এদিকে আজ শুক্রবার নিউটাউনে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। একটি অভিজাত আবাসন থেকে দু’‌জনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের আগে গোটা বিষয়টি কেউ টের পাননি। ধৃতদের নাম সন্তোষ যাদব ও সাগর যাদব। ইডি সূত্রে খবর, গেমিং অ্যাপ কাণ্ডের মাথা এই সন্তোষ যাদব। আর ধৃত সাগর তার বিশ্বস্ত শাগরেদ। এই দু’‌জন মিলে গেমিং অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা প্রতারণা করেছে তারা। এই টাকা নিয়ে অন্য রাজ্যে গা–ঢাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছিল দুই অভিযুক্ত। তবে এই দু’‌জনের সঙ্গে আরও অনেকে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে ইডি সূত্রে খবর, ধৃতদের আরও বড় পরিকল্পনা ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সাগর আর সন্তোষ একটা লক্ষ্যমাত্রা নিয়েছিল। সেটি হল—এক কোটি টাকা প্রতারণা করে জমাতে পারলে তারা এখান থেকে তল্পিতল্পা গুটিয়ে ঝাড়খণ্ডে পাড়ি দেবে। তবে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছনোর আগেই তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কোটি টাকার স্বপ্ন অধরাই থেকেই গেল। এই প্রতারণার অভিযোগ আগে জমা পড়েছিল ঝাড়খণ্ডে। সেই তদন্তে নেমে বুধবার কেষ্টপুরে হানা দেয় ইডি। সেখান থেকে উদ্ধার করা হয় এক কোটি ৮৫ লক্ষ টাকা। রবীন নামের ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা। নগদ টাকা–সহ ওই বাড়ি থেকে মোবাইল ফোন এবং এটিএম কার্ড উদ্ধার করেছিল ইডি।

আরও পড়ুন:‌ এসএসকেএম হাসপাতালে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ কেন এলেন এখানে?‌

আর আজ, শুক্রবার একই ঘটনায় নিউটাউনে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। ইডি দু’জনকে আজ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার কলকাতার অন্তত ৯টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। বর্ষশেষের আগে জোরদার তল্লাশিতে নেমেছে ইডি। আলিপুর–সহ মানিকতলা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, বড়বাজার, ডালহৌসি, সল্টলেকে হানা দেয় ইডি অফিসাররা। তবে সেই তল্লাশি অভিযানের সঙ্গে ঝাড়খণ্ডের ঘটনার সম্পর্ক ছিল না। কিন্তু এই দু’‌জন বড় প্রতারণার ছক সাজিয়েছিল বর্ষবরণের উদ্দেশে। যা বানচাল হয়ে গেল।

বাংলার মুখ খবর

Latest News

গাছ লাগানো স্রেফ সিজনাল আলোচনা! সোশ্যাল মিডিয়ার হাল আমলের ফ্যাশন এটা গত ম্যাচে শতরান, এবার মারকাটারি ৭১, উইন্ডিজের বোলিংকে ছারখার করছেন নেপালের রোহিত ৯ বছর পরে এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল UAE মমতা - অভিষেককে ‘মা - ব্যাটা’ বলে আক্রমণ শুভেন্দুর, বললেন আবার হারাব 'আমিই কেন?' শরীরে থাবা বসিয়েছিল ক্যানসার! রোগের কথা জেনে কী মনে হয়েছিল সোনালির চাক দুমদুম গানে নস্ট্যালজিক, পর্দায় আরও একবার একসঙ্গে ফিরছেন মাধুরী-করিশ্মা নজরে মহিলা ভোট,এবার সৃজনের মুখে লক্ষ্মীর ভাণ্ডার, অনির্বাণের জোর‘আত্মনির্ভরতায়’ 'আমি এখনও বার কাউন্সিলের সদস্য!…ওরা চাকরিখেকো বাঘ…' ২৬০০০ বাতিল নিয়ে তোপ মমতার পরপর ৪টি গাড়ির ধাক্কা, লরির নিচে চাপা পড়ে আহত ১৬, পৃথক দুর্ঘটনায় মৃত ১ মেষে আজ শুক্রের অস্ত যাওয়ায় ৩ রাশির বাড়বে রোজগার, ঘুচবে অভাব, কর্মে হবে উন্নতি

Latest IPL News

বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি ইডেনে নাইট বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব কিংসের ক্রিকেটারদের- ভিডিয়ো সবটাই TRP পাওয়ার জন্য… কোহলির সঙ্গে নিজের খারাপ সম্পর্ক নিয়ে কী বললেন গম্ভীর? ‘ওকে রাখতেই হবে বিশ্বকাপের স্কোয়াডে’,সঞ্জুকে নিয়ে বার্তা টি২০ বিশ্বকাপজয়ী তারকার হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.