বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পার্ক স্ট্রিটের বহুতলে ভয়াবহ আগুন, কীভাবে লাগল আগুন? ঘটনাস্থলে দমকলমন্ত্রী

পার্ক স্ট্রিটের বহুতলে ভয়াবহ আগুন, কীভাবে লাগল আগুন? ঘটনাস্থলে দমকলমন্ত্রী

পার্ক স্ট্রিটের বহুতলে আগুন (নিজস্ব চিত্র)

বৃহস্পতিবার দুপুরে আচমকাই আগুন লাগে পার্ক স্ট্রিটের বহুতলে। স্থানীয় সূত্রে খবর, শাড়ির গুদামেই প্রথম আগুন লাগে।

বৃহস্পতিবার দুপুরে আচমকাই বিধ্বংসী অগ্নিকাণ্ড পার্ক স্ট্রিটের একটি বহুতলে। স্থানীয় সূত্রে খবর, এপিজে স্কুলের কাছেই ১১৩ নম্বর পার্ক স্ট্রিটে ওই বহুতলটি রয়েছে। সেই বহুতলের ৪ তলায় থাকা একটি শাড়ির গুদামে প্রথম আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে যান। বিল্ডিংয়ের ভেতর কেউ আটকে রয়েছেন কি না তা প্রথমেই দেখা হয়। তবে কার্যত লকডাউন পরিস্থিতির জেরে এলাকায় সরকারি বেসরকারি অফিস অধিকাংশই বন্ধ। তবে ওই বিল্ডিংয়ে কয়েকজন ছিলেন। তাঁদের দ্রুত বের করে আনা হয়। 

প্রাথমিকভাবে দমকলের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। ৬৫ মিটার হাইড্রোলিক মই দিয়ে আগুন নেভানোর কাজ হয়েছে। তবে ঘণ্টাখানেকের চেষ্টাতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এদিকে দমকলমন্ত্রীও  দ্রুত তদারকিতে ঝাঁপিয়ে পড়েন। বহুতলের কাঁচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল। এদিকে ওই বহুতলের পাশে একাধিক বাড়ি রয়েছে। সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজরদারি করা হয়। দমকল দফতর জানিয়েছে, শাড়ি, চুড়িদার সহ নানা দাহ্য বস্তু ঠাসা ছিল ওই ঘরে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে শোরুমগুলি বন্ধ থাকায় আরও বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। আগুনে হতাহতের কোনও খবর নেই। তবে আগুনে পুড়ে গিয়েছে শাড়ি সহ অন্যান্য সামগ্রী। এদিকে অন্যান্য জায়গায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে বাইরে থেকে কুলিং প্রসেস জারি রয়েছে। 

 

বন্ধ করুন