বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সামাজিক ব্যাধির পাল্টা নৈতিক দায়, গার্ডেনরিচ কাণ্ডে আড়াআড়িভাবে বিভক্ত ফিরহাদ–অতীন

সামাজিক ব্যাধির পাল্টা নৈতিক দায়, গার্ডেনরিচ কাণ্ডে আড়াআড়িভাবে বিভক্ত ফিরহাদ–অতীন

অতীন ঘোষ-ফিরহাদ হাকিম

মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই বেআইনি কাজ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের জানিয়েছেন মেয়র। গার্ডেনরিচের ঘটনায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। 

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়েছে। তাতে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। তারপরই বিল্ডিং বিভাগে পরিবর্তন আনেন তিনি। তবে এই বেআইনি নির্মাণের প্রবণতা বামফ্রন্টের জমানা থেকে শুরু হয়েছে বলে দায় চাপিয়ে দিয়েছেন মেয়র। এটা সামাজিক ব্যাধি বলেও উল্লেখ করেছেন তিনি। তবে নৈতিক দায় যে কলকাতা পুরসভা এড়াতে পারে না সেটা বলে বিতর্কে জড়িয়েছেন মেয়রের ডেপুটি অতীন ঘোষ। আর তার জেরে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়লেন দু’‌জন। মেয়র বলেন, ‘এই সামাজিক ব্যাধি আমি দূর করতে পারছি না।’ এই মন্তব্যে পরেই মেয়র পদ থেকে তাঁর পদত্যাগ দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

এদিকে এই ঘটনায় মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে পরিস্থিতি মোকাবিলায় নির্দেশ দেন তিনি। তারপর আহতদের দেখতে হাসপাতালে যান। আর ডেপুটি মেয়র অতীন একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ‘কলকাতা পুরসভা নৈতিক দায় এড়াতে পারে না। যে চেয়ারে বসেন, নৈতিক দায় তাঁর। আমি কিছু মিডিয়ায় শুনেছি, কাউন্সিলার বলছেন, জানেন না। আমার ওয়ার্ড হলে আমাকেও ব্যাখ্যা দিতে হতো। গার্ডেনরিচের বেআইনি নির্মাণে শৃঙ্খলা আনতে কড়া আইন অত্যন্ত জরুরি। ভোট কেন্দ্রিক রাজনীতি, প্রশাসনের কাজের গতি শ্লথ করে।’ এখানে অতীন ঘোষ সরাসরি কোথাও মেয়রের নাম উল্লেখ করেননি। কিন্তু তাঁর বক্তব্যের ইঙ্গিত যেন মেয়রের দিকেই ছিল বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:‌ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল, বনধের মধ্যে বড় চ্যালেঞ্জ ছুঁড়লেন মন্ত্রী উদয়ন গুহ

অন্যদিকে প্রাক্তন মেয়র তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ী করেছেন। তাঁর কথায়, ‘‌তৃণমূল কংগ্রেসের ডিএনএ–তে আছে মিথ্যে কথা আর টাকা খাওয়া।’‌ একই সুর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তবে একধাপ এগিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এই বেআইনি কাজ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের বলে জানিয়েছেন মেয়র। গার্ডেনরিচের ঘটনায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। কিন্তু তারপরও বিতর্ক থামছে না।

এছাড়া গার্ডেনরিচের ঘটনাস্থল পরিদর্শনে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, ‘প্রশাসনের দায় এড়িয়ে গেলে চলবে না। এই ঘটনায় শুধু প্রোমোটারকে জবাবদিহি করলেই হবে না। তদন্তে বড় কোনও নাম উঠে এলে তাঁকেও গ্রেফতার করতে হবে। আমি এখানে রাজনীতি করতে আসিনি। মানুষের কথা ভেবে এসেছি।’ আর ঘটনাটি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কাউন্সিলার তো পরে, এই কাজ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের। তাঁরা এসব দেখার জন্যই বেতন পান। আমরা অফিসারদের শোকজ করেছি। ভিত নির্মাণের সময় ধরা গেলে এই ধরনের ঘটনা ঘটত না।’

বাংলার মুখ খবর

Latest News

বিমানে ওঠা হল না, আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন যাত্রী, একী হল কলকাতা বিমানবন্দরে ১ম সপ্তাহে ফাটিয়ে ব্যবসা আলাপ, এটা আমাদের গল্পর, কোন অঙ্কে হার ‘মির্জা’ অঙ্কুশের নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR ৩ সেকেন্ডেরও কম সময়ে এই কাজ করে বিশ্ব রেকর্ড ব্যক্তির! অবাক হবেন ভিডিয়ো দেখলে নার্সকে ধাক্কা দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে,কোচবিহার মেডিকেলে নার্স বিক্ষোভ এবার ছেলেরাও কথা শুরু করতে পারবেন, খেলা ঘুরিয়ে দিল Bumble বিদেশি পড়ুয়াদের সপ্তাহে মাত্র ২৪ ঘন্টা কাজ করার সুযোগ, নিয়ম বদলে দিল কানাডা বিষক্রিয়ায় অসুস্থ হওয়া ১৫টি বিপন্ন প্রজাতির শকুনকে উদ্ধার করল বন দফতর পশ্চিমবঙ্গ পুলিশের শেষ পর্যন্ত ফেলুদার শরণাপন্ন, লক্ষ্য ভুয়ো কল নিয়ে সচেতনতা ‘আমি বহিরাগত কি না ওড়িশার মানুষ ঠিক করবে’, মোদী, নড্ডাকে জবাব পান্ডিয়ানের

Latest IPL News

নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.