কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র। বিরোধীদের নিশানা করতে তৃণমূলের অন্দরে তাঁর জুড়ি মেলে না। সেই কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটা ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই ছবি দেখে কার্যত ঝাঁপিয়ে পড়েছে নেটপাড়া।
বর্তমানে যেটি আলিপুর জেল মিউজিয়াম সেটাই একসময়ে ছিল আলিপুর সেন্ট্রাল জেল। সেই জেলেই কয়েকদিনের জন্য বন্দি ছিলেন কুণাল ঘোষ। সারদাকাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। আর সেই জেল মিউজিয়ামে গিয়ে কি মনের ভেতর জমে থাকা বেদনা কোথাও উসকে উঠল?
ছবিতে দেখা যাচ্ছে আলিপুর জেল মিউজিয়াম চত্বরে দাঁড়িয়ে রয়েছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ছন্দে ছন্দে কত রং বদলায়। বন্দিজীবনে আলিপুর সেন্ট্রাল জেলের এই সেলে ছিলাম কটা দিন। এখন জেল হয়েছে মিউজিয়াম। আজ একটি বিজয়া সম্মিলনীতে সেখানে গিয়েছিলাম। অদ্ভূত অনুভূতি হল। জীবন বড় বিচিত্র। পথের বাঁকে যে কত কী থাকে। আমি এড়িয়ে যাই না, ভুলেও যাই না। অনবরত সমৃদ্ধ হতে থাকি। লিখেছেন কুণাল।
হয়তো আলিপুর জেল মিউজিয়ামে গিয়ে সেই বন্দিজীবনের কষ্টকর দিনগুলো মনে পড়ে গিয়েছে তাঁর। রাজ্য পুলিশের হাতে ধরা পড়ে দিনের পর দিন জেলবন্দি ছিলেন তিনি। আদালত চত্বরে কথা বলতে গেলেই প্রিজন ভ্যানের হাত দিয়ে চাপড় দিতেন পুলিশ কর্মীরা। চাপা পড়ে যেত কুণালের কথা। আর সেই কুণাল ঘোষ এখন শাসকদলের মুখপাত্র।
তবে কুণাল ঘোষ এই পোস্ট করতেই কার্যত ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন কুণাল দা এটা জেনে ভালো লাগল আপনি এড়িয়ে যান না ভুলেও যান না। ….
অপর একজন লিখেছেন, ঠিক আপনার মতো রং বদলায়। অপর এক নেটিজেন লিখেছেন, পিসির মন্ত্রিসভার একটার পর একটা মন্ত্রী জেলে যাচ্ছে তাই…পিসিমনি জেলখানাকে মিউজিয়াম বানিয়েছে…
অপর একজন কটাক্ষ করে লিখেছেন, আপনার মতো স্বাধীনতা সংগ্রামী ওখানে ছিলেন বলেই আজ ওটা মিউজিয়াম হয়েছে। অপর একজন লিখেছেন, যে মুখ্য়মন্ত্রী আপনাকে জেলে পুরেছিলেন, সেই মুখ্যমন্ত্রীর দলে আপনি মুখপাত্র। সত্যিই কি বিচিত্র ভাবা যায়!