বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌রাতের অন্ধকারে আইপিএসরা যোগাযোগ রাখছেন’‌, বিস্ফোরক দাবি সব্যসাচীর

‘‌রাতের অন্ধকারে আইপিএসরা যোগাযোগ রাখছেন’‌, বিস্ফোরক দাবি সব্যসাচীর

বিজেপি নেতা সব্যসাচী দত্ত। (ছবি সৌজন্য ফেসবুক)

সব্যসাচী বলেন, ‘দলদাস হয়ে গিয়েছেন। সেখান থেকে আর ক্রীতদাস হবেন না।’

এবার কড়া মন্তব্য করলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার কড়া মন্তব্য করে তিনি বলেন, ‘‌রাজ্যের মন্ত্রীদের আয়ু আর ছ'মাস। তারপরে তাঁদের শ্রীঘরে পাঠানো হবে। আর না হলে তাঁরা নিজেরাই শান্তিতে গিয়ে বিরাজ করবেন।’‌ বিজেপির ‘আর নয় অন্যায় কর্মসূচি’-তে অংশ নিয়ে এই মন্তব্য করলেন সব্যসাচী দত্ত। 

সল্টলেকের এক নম্বর গেট থেকে সব্যসাচী দত্তের নেতৃত্বে কয়েক হাজার বিজেপি কর্মী ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগ দেন। রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। গোটা বাইপাস ধরে বেঙ্গল কেমিক্যাল হয়ে বিধাননগর কলেজ আইল্যান্ডে গিয়ে মিছিল শেষ হয়। সেখানেই সভা হয়। সেখান থেকেই চড়া সুরে তোপ দাগেন সব্যসাচী দত্ত।

সব্যসাচী বলেন, ‘‌পুলিশ বন্ধুদের বলি, আপনি তো ৬০ বছর পর্যন্ত চাকরি করবেন। দলদাস হয়ে গিয়েছেন। সেখান থেকে আর ক্রীতদাস হবেন না। কারণ পাঁচ মাস বাদে আপনাকে কিন্তু চাকরি করতে হবে। যাঁদের কথায় এগুলো করছেন, যাঁদের জন্য লোকের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন, আগামিদিনে তাঁদের বাড়িতে ডিউটি করতে হবে।’‌ 

এরপর তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ‘‌আপনাদের আইপিএসরা, তাঁরা কিন্তু রাতের অন্ধকারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর আপনারা বেকার তাঁদের কথায় মুরগি হচ্ছেন! মুরগি হবেন না। সেইজন্য মোরগ হয়ে বাঁচুন। মানুষ হয়ে বাঁচুন। আজ রাত থেকে একজনের বাড়ি গিয়েও যদি বেআইনিভাবে চমকেছেন, এই মিছিল কিন্তু তাহলে আপনার থানার গোড়ায় চলে যাবে।’‌

বন্ধ করুন