বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চরিত্র হনন হচ্ছে, এরপর তো কেউ মন্ত্রী হতে চাইবেন না! আদালতে সওয়াল পার্থর

চরিত্র হনন হচ্ছে, এরপর তো কেউ মন্ত্রী হতে চাইবেন না! আদালতে সওয়াল পার্থর

পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়। ফাইল ছবি

ওয়াকিবহাল মহলের মতে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সেই টাকা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এদিকে পার্থর বিরুদ্ধে বার বারই উঠেছে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ। এবার সেই পার্থ চট্টোপাধ্য়ায়ই জানতে চাইলেন বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞাটা কী?

রোজ চরিত্র হনন করা হচ্ছে। এরপর আর কেউ মন্ত্রী বা জনপ্রতিনিধি হতে চাইবে না। আদালতে দাঁড়িয়ে এভাবেই সওয়াল করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এদিন আদালতের বিচারক জানতে চান, আপনার কিছু বলার আছে? তখন পার্থ জানিয়ে দেন, সকলে সামাজিক ন্যায়ের কথা বলছে। কিন্তু প্রতিদিন সামাজিকভাবে আমার চরিত্র হনন করা হচ্ছে।এরপর আর কেউ মন্ত্রী বা জনপ্রতিনিধি হতে চাইবেন না। ইডি সিবিআইকে আমাদের জায়গায় বসাতে হবে।

এদিকে আদালতে যাওয়ার পথেই এদিন তিনি জানিয়ে দিয়েছিলেন, তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না। জেলবন্দি অবস্থাতেও তৃণমূলের প্রতি এভাবেই অগাধ বিশ্বাসকে সামনে এনেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আর আলিপুর আদালতের অভ্যন্তরে প্রশ্ন তুললেন পার্থ চট্টোপাধ্য়ায়, বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞাটা কী? এমনকী তার দাবি, কোনওদিন কোনও কমিটির সঙ্গে বৈঠক করিনি।

ষড়যন্ত্রের সংজ্ঞা জানতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। আসলে ওয়াকিবহাল মহলের মতে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সেই টাকা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এদিকে পার্থর বিরুদ্ধে বার বারই উঠেছে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ। এবার সেই পার্থ চট্টোপাধ্য়ায়ই জানতে চাইলেন বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞাটা কী?

এসএসসি কেলেঙ্কারিতে একের পর এক রাঘববোয়াল ধরা পড়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে এসএসসি একাধিক প্রাক্তন কর্তা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তদন্তকারী সংস্থা একের পর এক তথ্য় হাজির করছে অভিযোগকারীদের বিরুদ্ধে। একেবারে নিখুঁতভাবে গোটা দুর্নীতি প্রক্রিয়া চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। উঠছে ষড়যন্ত্রের প্রসঙ্গও। কিন্তু সূত্রের খবর, সেই ষড়যন্ত্র কাকে বলে তা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, কোনও দিন কোনও কমিটির সঙ্গে তিনি বৈঠক করেননি।

তবে ওয়াকিবহাল মহলের মতে, এদিনও বেশ হালকা মেজাজেই দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়। নীল পাঞ্জাবির সঙ্গে নীল ওভারকোট পরে তিনি আদালতে আসেন। এমনকী সাংবাদিকদের প্রশ্নকে এড়িয়ে না গিয়ে জবাবও দেন তার। শুভেন্দুর ডিসেম্বর হুঁশিয়ারি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। সেখানেও তৃণমূলের সম্পর্কে আশার কথা শুনিয়েছেন তিনি।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.