বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হকারে পথ চলা দায় নিউ মার্কেটে, গড়িয়াহাট মডেলই ভরসা পুরসভার

হকারে পথ চলা দায় নিউ মার্কেটে, গড়িয়াহাট মডেলই ভরসা পুরসভার

ফাইল ছবি: ফেসবুক (Facebook)

কয়েক মাস আগে হকারদের উপর একটি প্রাথমিক সমীক্ষায় করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিটে বিপুল সংখ্যক হকার অবৈধভাবে দখল করে রয়েছেন। ক্যারেজওয়ে এবং ফুটপাথের সিংহভাগ এলাকাই হকারদের দখলে।

গড়িয়াহাটের স্টলের আদলে নিউ মার্কেট এলাকায় হকারদের স্টল করার পরিকল্পনা করছে KMC। বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিটের ক্যারেজওয়ের একটি অংশে দখলদারী করে থাকা হকারদের সরিয়ে দেওয়া হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

সম্প্রতি নিউমার্কেট থেকে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল কেএমসির ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে দেখা করেন। এর ঠিক পাঁচ দিন পরেই এই ঘোষণা করা হয়েছে। শহরের গ্রেড-১ হেরিটেজ মার্কেট এবং তার আশেপাশে অননুমোদিত হকারদের সংখ্যা সীমিত করার আহ্বান জানানো হয়েছে।

'যাঁরা গাড়ির রাস্তা দখল করে ব্যবসা করছেন, তাঁদের সরিয়ে আনতে নিউ মার্কেট এলাকার হকারদের জন্য গড়িয়াহাটের মতো টিনের স্টল তৈরি করতে হবে। আমি টাউন ভেন্ডিং কমিটির সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। নিউ মার্কেট এলাকায় অবৈধ হকারের সমস্যার সমাধান করতে হবে,' বলেন ফিরহাদ হাকিম।

কয়েক মাস আগে হকারদের উপর একটি প্রাথমিক সমীক্ষায় করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিটে বিপুল সংখ্যক হকার অবৈধভাবে দখল করে রয়েছেন। ক্যারেজওয়ে এবং ফুটপাথের সিংহভাগ এলাকাই হকারদের দখলে। হকার ইউনিয়নের নেতা বলেন, 'সমীক্ষার পর আমরা যা কিছু তথ্য পেয়েছি, তার ভিত্তিতে কিছু সুপারিশ করা হয়েছে।'

SS হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উদয় সাহু জানিয়েছেন, সংগঠন স্বাক্ষর সংগ্রহ করে KMC-র কাছে তাঁদের দাবি-দাওয়ার একটি চিঠি জমা দিয়েছে। সেখানে এক হাজারেরও বেশি ব্যবসায়ী পৌর কমিশনারকে বারট্রাম স্ট্রিট এবং হুমায়ুনের পার্কিং লটগুলি অবৈধভাবে দখলদারি করে থাকা হকারদের তুলে দেওয়ার জন্য প্রশাসনের পদক্ষেপের অনুরোধ করেছিলেন।

হকারদের কারণে শহরের বহু পুরনো ও বড় দোকানগুলি কার্যত চাপা পড়ে গিয়েছে। বাইরে থেকে তাদের হোর্ডিং-সাইনবোর্ড দেখা যায় না। তাছাড়া দোকানগুলির প্রবেশপথ, ফুটপাথ দখল করে রেখে চলছে হকারির ব্যবসা। এর ফলে পুরনো দোকানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

'আমরা বারবার কেএমসিকে নিউ মার্কেটের ক্যারেজওয়ের অননুমোদিত দখলদারী তুলে দিতে অনুরোধ করেছি। তাছাড়া ক্রেতাদের তাঁদের গাড়ি পার্ক করার জন্যও জায়গা করে দেওয়া প্রয়োজন। কিন্তু আমাদের সমস্ত অনুরোধই বিফলে গিয়েছে।

নিউ মার্কেট এলাকায় হকার সমীক্ষা চালিয়েছিলেন, এমন এক কেএমসি আধিকারিক জানিয়েছেন এমন হকারদের চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে, যাঁরা নিয়ম লঙ্ঘন না করে, সমস্ত নিয়ম মেনেই ব্যবসা করছেন। তাঁদের ভেন্ডিং শংসাপত্র প্রদান করা হবে। তাঁরাই একমাত্র ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বাকিদের অন্যত্র স্থানান্তর করতে হবে বলে জানিয়েছেন তিনি। 

বন্ধ করুন