ফের রাতের কলকাতায় প্রকাশ্যে চলল গুলি। অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে মঙ্গলবার গভীর রাতে ট্যাংরার পটারি রোডে গুলি চলে। গুলিতে আহত হয়েছেন এক মূক ও বধির ব্যক্তি। তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন তৃণমূলের ২টি গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে রাত ১১টা নাগাদ গুলি চলে পটারি রোডে। তখন রাস্তার পাশে বসে ছিলেন মূক ও বধির রতন সাধুখাঁ নামে এক ব্যক্তি। গুলি লাগে তাঁর পেটে। গুলিতে গুরুতর জখন রতনবাবুকে স্থানীয়রাই এনআরএস হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে তারা। কে বা কারা গুলি চালাল তা খুঁজে বার করার চেষ্টা চলছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বাংলার মুখ খবর