বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা, আরও রাত পর্যন্ত মিলবে পাতালপথে রেল

বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা, আরও রাত পর্যন্ত মিলবে পাতালপথে রেল

কলকাতা মেট্রো রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

আজ, মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে সাতদিনই এই সুবিধা মিলবে।

করোনাভাইরাসের বিধিনিষেধ অনেকটা শিথিল হয়েছে। নবান্ন থেকে সে কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জেরে রাতে নির্ধারিত সময়ের থেকে আধ ঘণ্টা বেশি চলবে মেট্রো রেল। আজ, মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে সাতদিনই এই সুবিধা মিলবে। বুধবার থেকে এই বাড়তি সময় চলবে মেট্রো।

কতক্ষণ বাড়বে মেট্রো রেল?‌ মেট্রো রেল সূত্রে খবর, বুধবার থেকে বাড়ছে শেষ মেট্রো পরিষেবার সময়সীমা। বাড়ছে মেট্রোর সংখ্যাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে শুরু হবে নাইট কার্ফু। তাই মঙ্গলবার মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে এখনকার তুলনায় আরও আধ ঘণ্টা পরে প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে ট্রেন।

কখন থেকে কখন চলবে মেট্রো?‌ মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে সাতদিন অন্তিম স্টেশন থেকে আরও ৩০ মিনিট পর ছাড়বে মেট্রো রেল। অর্থাৎ দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো রাত ৯টার পরিবর্তে মিলবে রাত সাড়ে ৯টায়। এখন সোমবার থেকে শনিবার— ৬দিন সকাল ৭টায় ছাড়ে প্রথম ট্রেন। সেখানে রদবদল হচ্ছে না। রবিবার ট্রেন চালু হওয়ার সময় সকাল ১০টাই থাকছে। এখন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ ট্রেন ছাড়ে রাত ৮টা ৪৮ মিনিটে। এটা বেড়ে রাত ৯টা ১৮ মিনিট করা হবে।

ইস্ট–ওয়েস্ট মেট্রো রেলে কোনও বদল হচ্ছে?‌ ইস্ট–ওয়েস্ট মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোম থেকে শুক্রবার ২৭০টির বদলে চলবে ২৭৬টি। শনিবার ২২৪টির পরিবর্তে ২৩০টি মেট্রো চলবে। রবিবার ১১৪টির বদলে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১২০টি মেট্রো। বুধবার থেকে স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেন কিনেও যাতায়াত করা যাবে। তবে শারীরিক দূরত্ব বজায় রাখা থেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের বিধি শিথিল হচ্ছে না।

বন্ধ করুন