বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এসটিএফের জালে কুখ্যাত ড্রাগ মাফিয়া, বাজেয়াপ্ত ২৫.৮৮কোটির হেরোইন

এসটিএফের জালে কুখ্যাত ড্রাগ মাফিয়া, বাজেয়াপ্ত ২৫.৮৮কোটির হেরোইন

এসটিএফের জালে অভিযুক্ত কুখ্যাত ড্রাগ ডিলার তাপস রায়  (কলকাতা পুলিশ)

এসটিএফের জয়েন্ট কমিশনার সলোমন ভি নেশাকুমার বলেন, ৩৬ বছর বয়সী ওই তাপস রায় একজন কুখ্য়াত ড্রাগ মাফিয়া। তার কাছ থেকে যে হেরোইন বাজেয়াপ্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে তার দাম প্রায় ২৫.৮৮ কোটি টাকা।

২৫ কোটি ৮৮ লক্ষ টাকার হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এককথায় মাদক বিরোধী অভিযানে নেমে বড় সাফল্য় পেল কলকাতা পুলিশ। শনিবার অভিযানে নেমে পুলিশ এক ড্রাগ ডিলারের কাছে থেকে ৫ কেজিরও বেশি নিষিদ্ধ হেরোইন বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে শহরে এসেছিল। এসটিএফের জয়েন্ট কমিশনার সলোমন ভি নেশাকুমার বলেন, ৩৬ বছর বয়সী ওই  তাপস রায় একজন কুখ্য়াত ড্রাগ মাফিয়া। তার কাছ থেকে যে হেরোইন বাজেয়াপ্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে তার দাম প্রায় ২৫.৮৮ কোটি টাকা।

পুলিশ সূত্রে খবর,  তাপস এদিন বাইকে চেপে যাচ্ছিল। সেই সময় ইএম বাইপাস এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ওই বিপুল পরিমাণ হেরোইন পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে Narcotic Drugs and Psychotropic substances Act য়ে তার বিরুদ্ধে মামলা  রুজু করা হয়েছে। এদিকে কলকাতা পুলিশের এসটিএফ এই চক্রের সঙ্গে অপর কেউ যুক্তি কি না তা খতিয়ে দেখছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই মাদকের কারবারে মোটা টাকার লেনদেন চলে। কমবয়সী কলেজ পড়ুয়ারাও এই নেশার চক্রের মধ্যে জড়িয়ে যায়। সেব্যাপারে কড়়া নজরদারি রাখা হয়।

 

২৫ কোটি ৮৮ লক্ষ টাকার হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এককথায় মাদক বিরোধী অভিযানে নেমে বড় সাফল্য় পেল কলকাতা পুলিশ। শনিবার অভিযানে নেমে পুলিশ এক ড্রাগ ডিলারের কাছে থেকে ৫ কেজিরও বেশি নিষিদ্ধ হেরোইন বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে শহরে এসেছিল। এসটিএফের জয়েন্ট কমিশনার সলোমন ভি নেশাকুমার বলেন, ৩৬ বছর বয়সী ওই  তাপস রায় একজন কুখ্য়াত ড্রাগ মাফিয়া। তার কাছ থেকে যে হেরোইন বাজেয়াপ্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে তার দাম প্রায় ২৫.৮৮ কোটি টাকা।

পুলিশ সূত্রে খব,র তাপস এদিন বাইকে চেপে যাচ্ছিল। সেই সময় ইএম বাইপাস এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ওই বিপুল পরিমাণ হেরোইন পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে Narcotic Drugs and Psychotropic substances Act য়ে তার বিরুদ্ধে মামলা  রুজু করা হয়েছে। এদিকে কলকাতা পুলিশের এসটিএফ এই চক্রের সঙ্গে অপর কেউ যুক্তি কি না তা খতিয়ে দেখছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই মাদকের কারবারে মোটা টাকার লেনদেন চলে। কমবয়সী কলেজ পড়ুয়ারাও এই নেশার চক্রের মধ্যে জড়িয়ে যায়। সেব্যাপারে কড়়া নজরদারি রাখা হয়।

|#+|

 

 

 

 

 

 

 

বন্ধ করুন