আদালতে হারের পর রাজ্যপালকে বাগে আনতে এবার রাজভবনের সামনে ধরনায় বসার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের তৎপরতাকে তীব্র আক্রমণ করেন মমতা। এব্যাপারে রাজ্যপাল নিরস্ত না হলে রাজভবনের সামনে ধরনায় বসার হুমকি দেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, ‘উনি একটাও বিল ফের পাঠান না। সব বিল আটকে রেখে দেন। এটা ওনার অধিকার নেই। সংবিধান বলেছে, রাজ্য রাজ্যপালকে বিল পাঠালে সেটা ফেরত পাঠাতে হয়। আর একবারের জায়গায় ২ বার পাঠালে ওটা আইন হয়ে যায়। আশা করি এটা আমি ভুল বলিনি। আমি ব্রাত্য আর মণীষকে বলব, প্লিজ টেক কেয়ার। আমাদের এই ব্যাটেলটা ফাইট করতে হবে খুব ভালো ভাবে। আর যদি মনে হয় কারও অধিকার কেউ কেড়ে নিয়ে ফেডারেলিজমকে আঘাত করছে। আমি কিন্তু বাধ্য হব গভর্নর হাউজের সামনে ধরনা দিতে। আমি এডুকেশন সিস্টেমকে কোলাপস করতে দেব না।
এমনকী রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, কেরলের IPS অফিসার, রিটায়ার্ড জাজ এদের উপাচার্জ করা হয়েছে। যাদের শিক্ষা নিয়ে কোনও অভিজ্ঞতাই নেই। আসলে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে রাজ্যপাল এই কাজ করছেন।
এমনকী এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে বিজেপির লোক বলে মন্তব্য করেন মমতা। মাঝরাতে ১৬ জনকে টপকে তাঁকে উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে রাজ্যপালের নির্দেশ মতো চললে কলেজ – বিশ্ববিদ্যালয়গুলির ওপর আর্থিক অবরোধ তৈরির হুঁশিয়ারি দেন মমতা।