বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সংবাদ পরিবেশন হলে মমতার আসল রূপ মানুষ জেনে যাচ্ছে, তাতেই উনি আতঙ্কিত

সংবাদ পরিবেশন হলে মমতার আসল রূপ মানুষ জেনে যাচ্ছে, তাতেই উনি আতঙ্কিত

বিকাশরঞ্জন ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়।

মিডিয়া ট্রায়াল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় হিন্দুস্তান টাইমস বাংলায় কলম ধরলেন বরিষ্ঠ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বিকাশরঞ্জন ভট্টাচার্য

মিডিয়া ট্রায়াল বলতে কী বোঝায় তা উনি জানেন না। আদালতের বিচারপ্রক্রিয়া বা রায় নিয়ে সংবাদ প্রকাশকে উনি ভাবছেন মিডিয়া ট্রায়াল। এই আতঙ্কিত কণ্ঠস্বরটা ওর আজ নতুন শোনা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে সারদা মামলার শুনানির সময় সরকারি উকিলেরা বারে বারে আদালতের কাছে অনুরোধ করেছেন, যেন সংবাদপত্রে এই সব কথা না লেখা হয়। সুপ্রিমকোর্টের বিচারপতিরা তাদের আবেদন খারিজ করে দিয়েছেন। তাঁরা বলেছেন, সংবাদপত্র তার স্বাধীনতা বজায় রেখে কাজ করবে। তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে যে কেউ আদালতে যেতে পারে। কিন্তু সংবাদ পরিবেশন বন্ধ করতে আদালত সংবাদপত্রকে কোনও নির্দেশ দিতে পারে না।

সংবাদ পরিবেশন হলে পরে ওনার আসল রূপ মানুষ জেনে যাচ্ছে। তাতেই উনি আতঙ্কিত। সাম্প্রতিককালে ওনার যত দুর্নীতি ও কেলেঙ্কারি তা আদালতের মাধ্যমেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এমন কোনও ঘটনা উনি দেখাতে পারবেন না যেখানে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে আদালত শিলমোহর দিয়েছে। এখন পার্থবাবু, মানিকবাবু, সুবীরেশবাবুর মতো ওনার স্নেহধন্যরা দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছেন বলে কি সংবাদমাধ্যম তার খবর প্রকাশ করবে না? সংবাদ পরিবেশন করা তো সংবাদমাধ্যমের মৌলিক দায়। ওরা চরিত্র উন্মোচিত হচ্ছে বলে এটাকে মিডিয়া ট্রায়াল বলবেন, তা ওনার অজ্ঞতার প্রকাশ।

আমার ইজ্জত লুটে নিলে, সব লুঠ হয়ে যাবে, বিচারপতিদের সামনে বললেন মমতা

বিচারপতিরা তাদের কাছে যে সমস্ত তথ্য রয়েছে তার ভিত্তিতেই বিচার করেন। সাম্প্রতিক কালে ওর আরও বেশি কান্না পাচ্ছে কারণ উনি টাকা নিয়ে যাদের চাকরি দিয়েছেন, আদালতের হস্তক্ষেপের ফলে এখন বেআইনি চাকরি বাতিল হবে। তাতে কারও কারও চোখের জল পড়তে পারে। যে কান্না বিচারপতিরা শুনবেন না।

উনি এই সমস্ত সরকারি মঞ্চে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে বিচারপতিদের ও বিচারব্যবস্থার প্রতি প্রভাব তৈরি করার চেষ্টা করছেন। বিচারপতিদের ওপর আগেও উনি চাপ তৈরি করেছেন। বিধানসভার ভিতরে বলেছেন, ‘বিচার পয়সা দিয়ে কেনা যায়।’ যার জেরে আদালতে তিনি চরম ভর্ৎসনার মুখে পড়েছেন। বিচারপতি কৌশিক চন্দ ওনাকে জরিমানা করেছেন। যে জরিমানা ওনাকে দিতে হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে কোথাও আমন্ত্রিত হলেই বিচারপতিদের প্রতি উনি আক্রমণ করছেন। ভাবছেন যে ওর এই সমস্ত কথায় বিচারপতিরা প্রভাবিত হবেন। সেটাই হচ্ছে বিচারব্যবস্থার ওপর প্রকৃতপক্ষে হস্তক্ষেপ। সংবাদপত্রে খবর পরিবেশন কোনও ভাবেই বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ নয়। মিডিয়া হ্যাজ় এভরি রাইট টু রিপোর্ট হোয়াট ইজ় হ্যাপেনিং। মিডিয়া এখানে কোনও ট্রায়াল করছে না। মিডিয়া কাউকে বলেনি যে এ দোষী বা ও দোষী নয়। মিডিয়া শুধু খবর পরিবেশন করছে।

উনি চাইছেন, বিচারপতিদের ভয় দেখাতে। বিচার ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করতে। উনি কী ভাবে বিচারপতিদের ভয় দেখিয়েছেন তা সবার মনে আছে। ওনার নির্বাচনী মামলা যখন বিচারপতি কৌশিক চন্দ্রে বেঞ্চে এসেছিল তখন উনি ওনার ছেলেদের দিয়ে রাস্তায় বিক্ষোভ করিয়েছেন। বিচারপতি চন্দ যেন সেই মামলা না শোনেন সেজন্য আবদার করেছেন। তিনি ব্যর্থ হয়েছেন। বিচারপতি চন্দ একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জরিমানা আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী নীরবে সেই জরিমানার টাকা দিয়েছেন। অর্থাৎ তিনি যে অপকর্ম করেছেন তা মেনে নিয়েছেন। উনি ইতিপূর্বেও বলার চেষ্টা করেছেন যে কেন বিচারপতিরা স্বাধীনভাবে রায় দিচ্ছেন? বিধানসভায় উনি বলেছিলেন, ‘বিচার টাকা দিয়ে কেনা যায়’। সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলাম। সেখানে আদালত তাঁকে ক্ষমা করে দিলেও রায়ে বলেছিল, ‘আশা করব মুখ্যমন্ত্রী এর পর থেকে বিচারব্যবস্থা সম্পর্কে ভেবে চিন্তে কথা বলবেন।’ কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিচারপতিদের কথার গুরুত্ব বোঝার সামর্থ ওনার নেই।

আজ একজন আতঙ্কিত মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর ধ্বনিত হয়েছে। যদি ওনার মনে হয়, মিডিয়া ট্রায়াল করে কাউকে ফাঁসানোর চেষ্টা করছে তাহলে তাঁকে আদালতের দ্বারস্থ হতে কেন বলছেন না মুখ্যমন্ত্রী? কারণ উনি জানেন আদালতে গেলে আরও সত্যি ফাঁস হয়ে যাবে। তাই এই সমস্ত মঞ্চে পাগলের মতো বলে যাচ্ছেন।

 

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল টিম ইন্ডিয়ার হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল BCCI, আবেদন করতে কোন কোন যোগ্যতা লাগবে? কাঁচা বাদাম অতীত, ভোটের মরশুমে নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর ছিটকে গেল গুজরাট, প্লে-অফের তিনটি জায়গার জন্য লড়াইয়ে টিকে ৬টি দল- পয়েন্ট তালিকা চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি পাচার! পুলিশি জালে ৩ মৃত্যুর পর পূর্ণ হবে পরাণের ইচ্ছে!মজার ছলে কোন গল্প বলতে আসছেন ইন্দ্রনীল-অনির্বণ আফগান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগে গেম চেঞ্জার হবে চাবাহার? ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত সুশীল মোদী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর মে'র শেষ ও জুনের শুরু মিলিয়ে ৭ দিন মদ মিলবে না কলকাতায়! কবে, কবে? রইল তালিকা

Latest IPL News

গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.