বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রাক্তন বিচারকের গাড়ি নিয়ে বেরিয়ে পার্কস্ট্রিটে সিগন্যাল ভাঙল নাবালক নাতি, ধাক্কা পুলিশকে

প্রাক্তন বিচারকের গাড়ি নিয়ে বেরিয়ে পার্কস্ট্রিটে সিগন্যাল ভাঙল নাবালক নাতি, ধাক্কা পুলিশকে

পুলিশকে ধাক্কা মারল প্রাক্তন বিচারকের গাড়ি। প্রতীকী ছবি

আয়কর বিভাগের ট্রাইবুনাল আদালতের প্রাক্তন বিচারক দাদুর গাড়ি নিয়ে বেরিয়েছিল নাবালক নাতি। তার সঙ্গে ছিল বান্ধবী। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় স্বাভাবিকভাবেই তার লাইসেন্সও ছিল না। রবিবার রাতে তারা দুজনেই পার্ক স্ট্রিটের একটি অভিজাত পানশালা থেকে বেরোয়।

গাড়ির মাথায় রয়েছে নীল বাতি, আর সামনে লাগানো রয়েছে জাজ স্টিকার। প্রাক্তন বিচারকের সেই গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে বান্ধবীকে নিয়ে ছুটল নাতি। আর তাতেই ঘটল বিপত্তি। মাঝরাতে ধাক্কা মারল কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে। ধাক্কা মারার পর সিগন্যাল ভেঙে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে প্রাক্তন বিচারকের নাবালক নাতি। তবে শেষমেশ তাকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কলকাতার পার্ক স্ট্রিটে। আজ মঙ্গলবার ওই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের এজলাসে পেশ করা হবে।

আরও পড়ুন: সিগন্যাল ভাঙলেই ধরে ফেলবে ক্যামেরা, পাটুলি ক্রসিংয়ে আসছে বিশেষ প্রযুক্তি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আয়কর বিভাগের ট্রাইবুনাল আদালতের প্রাক্তন বিচারক দাদুর গাড়ি নিয়ে বেরিয়েছিল নাবালক নাতি। তার সঙ্গে ছিল বান্ধবী। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় স্বাভাবিকভাবেই তার লাইসেন্সও ছিল না। রবিবার রাতে তারা দুজনেই পার্ক স্ট্রিটের একটি অভিজাত  পানশালা থেকে বেরোয়। এরপর অ্যালান পার্কের দিক থেকে পাক স্টিট মোড়ের দিকে ভুল রাস্তায় ঢুকে পড়ে। তখন পুলিশ গাড়িটিকে বাধা দেয়। তাতে আরও বেঁকে বসে নাবালক চালক। তখন গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় ওই নাবালক। পরে রাসেল স্ট্রিটের দিকে গাড়িটি নিয়ে ঢুকতে গেলে সামনে আরেকটি গাড়ি চলে আসে। সেই সময় গাড়ির গতি কমিয়ে দিতে বাধ্য হয় নাবালক। তখন এক ট্রাফিক সার্জেন্ট গাড়িটির সামনে গিয়ে চালককে বেরিয়ে আসতে বলেন। কিন্তু, বেপরোয়া চালক গাড়ি থেকে না বেরিয়ে গাড়িটি ঘোরানোর চেষ্টা করে। সেই সময় হাত দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করেন সার্জেন্ট। তখন তাকে ধাক্কা মেরে গাড়ি ঘুরিয়ে অ্যালান পার্কের দিকে পালানোর চেষ্টা চালক। 

সেই সময় ট্রাফিক সার্জেন্ট ওয়ারলেসের মাধ্যমে সিগন্যাল বন্ধ করে দিতে বলেন। সিগন্যাল বন্ধ করে দিলে অন্যান্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। কিন্তু অন্যান্য গাড়িগুলিকে পাশ কাটিয়ে বেরোনোর চেষ্টা করে ব্যর্থ হয় ওই নাবালক তথা প্রাক্তন বিচারকের নাতি। অবশেষে পুলিশ সেখানে ওই নাবালক এবং তার বান্ধবীকে আটক করে। এদিকে, খবর পেয়ে অভিযুক্ত নাবালকের দাদু তথা প্রাক্তন বিচারক থানায় পৌঁছন। তিনি নাতিকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। সেই সঙ্গে তিনি জানান, তিনি নিজেই আজ মঙ্গলবার জুভেনাইল জাস্টিস বোর্ডের এজলাসে অভিযুক্ত নাতিকে পেশ করবেন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ষোলোর ওই নাবালক পুনেতে থাকে। তার বাবা-মাও সেখানে থাকেন। ছুটিতে সে জোকা এলাকায় দাদুর কাছে বেড়াতে এসেছিল। মামলা রুজু করেছে পুলিশ। ট্রাফিক আইনের একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন রাজনৈতিক পরিচয়ে এলে ঢুকতে দেব না, BJP-সিপিএমের আশায় পড়ল জল, এবার রাজভবন অভিযান তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.