মার্চ মাসেই উল্টোডাঙা উড়ালপুলের দুর্ঘটনা ঘটেছিল। রাতের শহরে বেপরোয়াভাবে গতির শিকার হন স্কুটার আরোহী। তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন রেলিংয়ে। আর তারপর উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান।
আজ, শনিবার উল্টোডাঙা উড়ালপুলে পথ দুর্ঘটনা ঘটল। উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গেলেন মোটরবাইক আরোহী। ইএম বাইপাস থেকে লেকটাউনের দিকে যাওয়ার সময় মোটরবাইক উল্টোডাঙা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারে। আর তখনই ছিটকে নীচে পড়ে যান মোটরবাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিক কী ঘটেছে উল্টোডাঙায়? স্থানীয় সূত্রে খবর, উল্টোডাঙা উড়ালপুলে মোটরবাইকের পথ দুর্ঘটনা ঘটেছে। মোটরবাইক সজোরে এসে ধাক্কা মারে রেলিংয়ে। আর উপর থেকে নীচে পড়ে যায় মোটরবাইকটি। যার ফলে বড় আঘাত লাগে মোটরবাইক চালকের। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ। আর উদ্ধার করা হয়েছে মোটরবাইক।
উল্লেখ্য, মার্চ মাসেই উল্টোডাঙা উড়ালপুলের দুর্ঘটনা ঘটেছিল। রাতের শহরে বেপরোয়াভাবে গতির শিকার হন স্কুটার আরোহী। তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন রেলিংয়ে। আর তারপর উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান। আগেও বেপরোয়া গতির মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মিনিডোরের। তাতে আহত হয়েছিলেন দুই মোটরবাইক আরোহী।